বিভাগ – ক
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো :
১.১। নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ?
( ক ) CO²
( খ ) Ar
( গ ) CFC
( ঘ ) He
১.২। 4g H² গ্যাসের জন্য STP তে PV এর মান কত ? ( H = 1 )
( ক ) RT
( খ ) 2RT
( গ ) 4RT
( ঘ ) 0.5RT
১.৩। 12g C কে সম্পূর্নরুপে পুড়িয়ে CO² তৈরি করতে কত গ্রাম O² লাগবে ? ( C = 12 , O = 16 )
( ক ) 32g
( খ ) 12g
( গ ) 16g
( ঘ ) 44g
১.৪। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্গক আছে ?
( ক ) 0
( খ ) 1
( গ ) 2
( ঘ ) 3
১.৫। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল ?
( ক ) হলুদ
( খ ) কমলা
( গ ) লাল
( ঘ ) বেগুনি
১.৬। কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45⁰ কোন উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
( ক ) 90⁰
( খ ) 22.5⁰
( গ ) 135⁰
( ঘ ) 45⁰
১.৭। পরিবাহিতাঙ্কের একক কোনটি ?
( ক ) mho.metre–¹
( খ ) ohm.metre–¹
( গ ) mho.metre
( ঘ ) ohm.metre
১.৮। 40 ohom রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে , পরিবাহিটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত ?
( ক ) 0.5 volt
( খ ) 2 volt
( গ ) 6 volt
( ঘ ) 8 volt
১.৯। a–, B –ও Y–রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল ?
( ক ) y>a>B
( খ ) y>B>a
( গ ) a>B>y
( ঘ ) B>y>a
১.১০। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে ?
( ক ) 8
( খ ) 32
( গ ) 16
( ঘ ) 18
১.১১। Cau গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু তেহেজ O পরমাণুতে স্থানান্তরিত হয় ? ( অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20 )
( ক ) 0
( খ ) 1
( গ ) 2
( ঘ ) 3
১.১২। তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যাবহার করা হয় তাকে ক্রায়লাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে ?
( ক ) অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
( খ ) অ্যালুমিনিমিয়াম হাইড্রক্রাইড
( গ ) অ্যালুমিনিয়াম সালফেড
( ঘ ) বিশুদ্ধ অ্যালুমিনিয়াম
১.১৩। N² গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যাবহার করা হয় ?
( ক ) NaNO² ও NH⁴CI
( খ ) NaNO³ ও NH⁴CI
( গ ) NaCI ও NH⁴NO³
( ঘ ) NaNO³ ও NH⁴NO³
১.১৪। নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেল্ডের সংকেত ?
( ক ) ZnO
( খ ) ZnS
( গ ) ZnCO³
( ঘ ) ZnSO⁴
১.১৫। নিচের কোনটি একটি অ্যালকোহল ?
( ক ) CH³OCH³
( খ ) CH³CHO
( গ ) CH³COOH
( ঘ ) CH³CH²OH
বিভাগ – ‘ক’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
২.১। বায়ুমন্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় ।
২.২। কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kjkg¹ বলতে কি বোঝায় ?
অথবা
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যাবহার করা যায় কেন ?
২.৩। কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের O⁰C উষ্ণতায় আয়তন V⁰: চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1⁰C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে ?
২.৪। STP তে I L H² গ্যাসে ও 4 L CO² গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে ?
২.৫। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :
কঠিনের দৈঘ্য প্রসারণ গুনাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয় !
অথবা
হিরে , লোহা ও রূপোকে তাপ পরিবাহীতাংকের নিম্নক্রমে সাজাও ।
২.৬। উত্তল দর্পণের একটি ব্যাবহার লেখো ।
২.৭। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায় ?
২.৮। একই দৈঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দু প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ?
২.৯। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী 1- V লেখচিত্র অঙ্কন করো ।
২.১০। পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যাবহার উল্লেখ করো ।
অথবা
শূন্যস্থান পূরণ করো : y - রশ্মি হল ক্ষুদ্র তরলদৈঘ্যর _____________ তরঙ্গ ।
২.১১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জ্য বিধান করো :
বামস্তম্ভ
২.১১.১। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু ।
২.১১.২। ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে ।
২.১১.৩। একটি ক্ষার ধাতু ।
২.১১.৪। আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় ।
ডানস্তম্ভ
( a ) Fe
( b ) Zn
( c ) Ca
( d ) K
২.১২। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয় ।
২.১৩। তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িদ্বারের ভর বৃদ্ধি পার ?
অথবা
রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপণে তড়িদবিশ্লেষ রুপে কি ব্যবহৃত হয় ?
২.১৪। শূন্যস্থান পূরণ করো :
তড়িদ বিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _____________।
২.১৫। N² এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি একটি কারণ উল্লেখ করো ।
অথবা
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড , অপরটি কি ?
২.১৬। বজ্রপাতের ফলে বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় ?
২.১৭। CH²CH = CH² এর IUPAC নাম লেখো ।
অথবা
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে ?
২.১৮। ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যাবহার লেখো ।
বিভাগ – ‘খ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
৩.১। ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো ।
৩.২। 17⁰C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm³ আয়তন অধিকার করে । ওই চাপে 47⁰C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে ?
অথবা
সমভরের দুটি গ্যাস STPতে যথাক্রমে 4480 mL এবং 5600 mL আয়তন অধিকার করে । গ্যাসটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো ।
৩.৩। আলোর প্রতিসরণের স্কেল এর সূত্রটি লেখো ।
অথবা
কোনও পাতলা উত্তল্ লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো ।
৩.৪। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো ।
৩.৫। CH⁴ এর লুইস ডট ডায়াগ্রাম একে দেখাও যে CH⁴ সমযোজী বন্ধন দ্বারা গঠিত । ( H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে i ও 6 )
৩.৬। সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্য দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত ।
অথবা
কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও । ( Na ও CI এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17 )
৩.৭। Pb ( NO³ )² এর জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়ানিক সমীকরন সহ লেখো ।
৩.৮। তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন তদিদ্দারে ঘটে ?
M ⁴ ne = M ( M = ধাতু )
বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া ? যুক্তিসহ উত্তর দাও ।
অথবা
অ্যালুমিনিয়ামের একটি ব্যাবহার উল্লেখ করো । আম্মলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন ?
৩.৯। ইথিলিন এর পালিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয় ?
অথবা
কীভাবে নীচের পরিবর্তনটি করা যায় ?
HC = CH → CH³CH³
বিভাগ – ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
৪.১। আদর্শ গ্যাস কি ?
একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কি ? যুক্তিসহ উত্তর দাও ।
৪.২। সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় :
S+O² → SO²
STP তে 2240 L SO² উৎপন্ন করতে
( i ) কত গ্রাম সালফার এবং ( ii ) কত মোল O² প্রয়োজন হবে ? ( O = 16 , S = 32 )
অথবা
480g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনে পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ।
৪.৩। কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো :
অথবা
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন , তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও ।
৪.৪। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45⁰ হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60⁰ কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে ?
6 cm দৈঘ্যর একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় । রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈঘ্য কত ?
অথবা
কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ Kms–¹ এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ Kms–¹ । কাচ ও জল মাধ্যমের প্রতিসারঙ্কের অনুপাত নির্ণয় করো ।
৪.৫। X –রশ্মি ও Y –রশ্মির একটি করে ব্যাবহার লেখো । Y – রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো ।
৪.৬। সমদৈঘ্যর দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত । A তারটির ব্যাসাধ B তারটির ব্যাসাধের দ্বিগুণ । তার দুটির রোধের অনুপাত কত ?
অথবা
একটি বাড়িতে তিনটি 220V – 60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V — 100W বৈদ্যুতিক পাখা আছে । বৈদ্যুতিক বাতি গুলি দিনে 5 ঘণ্টা করে জ্বালানো হয় এবং পাখা গুলি দিনে 10 ঘণ্টা করে চালানো হয় । B.O.T একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে ?
৪.৭। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো ।
ভাস্কর বাতির চেয়ে এল ই ডি ( LED ) বাতি ব্যাবহারের একটি সুবিধা উল্লেখ করো ।
৪.৮। একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে । ওই পরমাণু থেকে একটি a - কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে ?
কোণ ধরনের নিউক্লীয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস ?
৪.৯। ‘পর্যায় সারণী’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো ।
অথবা
কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসাধ বলতে কি বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসাধের ঊর্ধক্রমে সাজাও ।
৪.১০। দুই শ্রেণীর তড়িদবিশ্লেষের উল্লেখ করো । এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে ?
৪.১১। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়ানিক সমীকরন লেখো । এই পদ্ধতির শর্তগুলি লেখো ।
৪.১২। একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে । হাইড্রোকার্বনটি কি ? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়ানিক সমীকরন লেখো । হাইড্রোকার্বনটির একটি ব্যাবহার উল্লেখ করো ।
অথবা
এল পি জি ( LPG ) র শিল্প উৎস কি ?
অ্যাসিটিক অ্যাসিড ও পলি ( টেটাফ্লুওরোইথিলিন ) এর প্রতিটির একটি করে ব্যাবহার লেখো ।