বিভাগ – ‘ক’
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো ।
১.১। নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় ?
( ক ) রানভিয়ারের পর্ব
( খ ) মায়েলিন সিদ
( গ ) নিজল দানা
( ঘ ) সোয়ান কোশ
১.২। নিচের কোনটি ADH হরমোনের কাজ ?
( ক ) উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
( খ ) পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
( গ ) যকৃত ও পেশিকোশে গ্লুকোজ কে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে
( ঘ ) স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে ।
১.৩। কর্নিয়া , কোরয়েড , লেন্স আকুয়াস হিউমর , আইরিশ , ভিট্রিয়াস হিউমর অক্সিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্সিগোলকের প্রতিসারক মাধ্যম ?
( ক ) 3
( খ ) 4
( গ ) 5
( ঘ ) 6
১.৪। নিউক্লিওটাইডের রাসায়ানিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক ?
( ক ) 5— C যুক্ত শকরা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
( খ ) N² যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
( গ ) 5— C যুক্ত শকরা + N² যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড
( ঘ ) 5— C যুক্ত শকরা + N² যুক্ত ক্ষারক = ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
১.৫। ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক ?
পরাগযোগের পদ্ধতি
( ক ) বায়ুপরাগী
( খ ) জলপরাগী
( গ ) পতঙ্গপরাগী
( ঘ ) পক্ষিপরাগী
উদ্ভিদের নাম
আম
ধান
হাইড্রিলা
পলাশ
১.৬। ফার্নের জনুক্রমে নীচের কোন দশাটি রেনুধর জনুর অন্তর্গত নয় ?
( ক ) প্রোথ্যালাস
( খ ) সোরাস
( গ ) রেনুস্থলী
( ঘ ) রেনুমাতৃকোশ
১.৭। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F² জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি ?
( ক ) 2 : 1
( খ ) 4 : 1
( গ ) 1 : 2
( ঘ ) 1 : 1
১.৮। নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে ?
( ক ) YYrr , Yyrr
( খ ) YYRr , YyRR
( গ ) yyRR , yyRr
( ঘ ) YYRR, yyrr
১.৯। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F² জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি ?
( ক ) 2 : 1 : 1
( খ ) 1 : 1 : 1
( গ ) 1 : 2 : 1
( ঘ ) 1 : 2 : 2
১.১০। নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় ?
( ক ) অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ
( খ ) জীবনসংগ্রাম
( গ ) প্রকরন
( ঘ ) প্রাকৃতিক নির্বাচন
১.১১। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো -
( ক ) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন
( খ ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন
( গ ) গঠনগত ও কার্যগত ভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন
( ঘ ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগত ভিন্ন
১.১২। জীবনে রাসায়নিক উৎপত্তি — সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারক গুলো কি কি ?
( ক ) অক্সিজেন , মিথেন , নাইট্রোজেন ডাইঅক্সাইড
( খ ) জল , মিথেন , অ্যামোনিয়া , হাইড্রোজেন
( গ ) মিথেন , হাইড্রোজেন সালফাইড , কার্বন মনোক্সাইড
( ঘ ) নাইট্রাস অক্সাইড , মিথেন , কার্বন ডাইঅক্সাইড
১.১৩। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো
( ক ) নাইট্রোজেন স্থিতিকরন – ডিনাইট্রিফিকেশন – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন
( খ ) অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরন – ডিনাইট্রিফিকেশন
( গ ) নাইট্রোজেন স্থিতিকরন – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন – ডিনাইট্রিফিকেশন
( ঘ ) নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরন – ডিনাইট্রিফিকেশন – অ্যামোনিফিকেশন
১.১৪। জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারন ও ক্ষতিগ্রস্থ প্রজাতির কোন জোড়টি সঠিক ?
( ক ) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – একশৃঙ্গ গন্ডার
( খ ) দূষণ – রয়েল বেঙ্গল টাইগার
( গ ) বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভল্লুক
( ঘ ) শিকার এবং – চোড়াশিকার – শকুন
১.১৫। কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন ঘটনাটি ঘটে ?
( ক ) জীববিবর্ধন
( খ ) উইট্রিফিকেশন
( গ ) বিশ্ব উষ্ণায়ন
( ঘ ) বধিরত্ব
বিভাগ – ‘খ’
২। নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি )
২.১। ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের __________দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় ।
২.২। _________________কোশ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে ।
২.৩। বীজের কুঞ্চিত আকার একটি ______________বৈশিষ্ট্য ।
২.৪। উটের রক্তের RBCর আকৃতি _____________হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে ।
২.৫। বায়ুদূষনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ______________।
২.৬। নীলগিরি ও ______________উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ ।
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো । ( যে কোনো পাঁচটি )
২.৭। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় ।
২.৮। চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয় ।
২.৯। YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় ।
২.১০। একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্ত:প্রজাতি ও আন্ত:প্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে ।
২.১১। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস ।
২.১২। ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি ।
‘A’ – স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে ‘B’ – স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )
‘A’ স্তম্ভ
২.১৩। মেনিনজেস
২.১৪। যৌণ জনন
২.১৫। রোলার জিভ
২.১৬। ঘোড়ার বিবর্তন
২.১৭। সুন্দরবনের পরিবেশগত সমস্যা
২.১৮। ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে
‘B’ স্তম্ভ
( ক ) পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস
( খ ) দ্বিপভূমির নিমজ্জন
( গ ) সেন্ট্রমিয়ার
( ঘ ) টেলোমিয়ার
( ঙ) মস্তিষ্ক ও সুষুম্লাকান্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
( চ ) অটোজোম
( ছ ) গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে ।
একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও ( যে কোনো ছয়টি )
২.১৯। বিসদৃশ শব্দটি বেছে লেখো
টেস্টোস্টেরণ , ইনসুলিন , প্রোজেস্টেরন , ইস্ট্রোজেন
২.২০। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি ?
২.২১। নীচের প্রথম শব্দজড়োটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজড়োটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
মাইটোসিস : সমবিভাজন ::_________:হ্রাস বিভাজন ।
২.২২। একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে ?
২.২৩। বনান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো ।
২.২৪। বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব ?
২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –
কৃষিজমির হ্রাস , মিষ্টি জলের অভাব , ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা , অরণ্য ধ্বংস ।
২.২৬। জীববৈচিত্র্যর হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো ।
বিভাগ – ‘গ’
৩। নিচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্য লেখো ।
৩.১। হাঁচি ও কাশি প্রতিবত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটির যথার্থতা বিচার করো ।
৩.২। জিবেবরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদগম ঘটায় ও উদ্ভিদের দৈঘ্য বৃদ্ধি করে ?
৩.৩। হৃৎপিন্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো ।
৩.৪। নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো –
গ্যাংলিয়া সাইন্যাপস
৩.৫। অ্যামাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো ।
৩.৬। ইন্টারফেজের G¹ দশার দুটি ঘটনা উল্লেখ করো ।
৩.৭। উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্য খন্ডিভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ।
৩.৮। বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কি ?
৩.৯। বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো ।
৩.১০। বাবা বনান্ধ এবং মাতা সম্পূর্ন স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বনান্ধ হতে পারে তার সম্ভবনা যুক্তিসহ বিচার করে লেখো ।
৩.১১। জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা ; এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় – দুটি উদাহরণের সাহায্য বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো ।
৩.১২। কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান – প্রদান করে ?
৩.১৩। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো ?
৩.১৪। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস – এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো ।
৩.১৫। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যর হ্রাস ঘটে – ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণসহ প্রমাণ করো ।
৩.১৬। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো ।
৩.১৭। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট( JFM ) এবং পিপলস বায়োডাইভারসিটি রেজিষ্টার ( PBR ) এর একটি করে ভূমিকা লেখো ।
বিভাগ – ‘ঘ’
৪। নিচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো ।
৪.১। মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ গুলো চিহ্নিত করো –
( ক ) কোরয়েড
( খ ) লেন্স
( গ ) কর্ণিয়া
( ঘ ) ভিট্রিয়াস হিউমর
অথবা
প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলো চিহ্নিত করো
( ক ) সেন্ট্রমিয়ার
( খ ) অপত্য ক্রোমোজোম
( গ ) মেরু অঞ্চল
( ঘ ) বেমতন্তু