উত্তর : ভারত একটি কৃষিপ্রধান দেশ । এদেশের ৪০ % মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল । ভারতের অর্থনীতি কৃষিকেন্দ্রিক । ভারতের কৃষি সম্পূর্ণভাবে মৌসুমি জলবায়ুর ওপর নির্ভরশীল । মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতুবৈচিত্র্য । মৌসুমি বৃষ্টিপাত মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন কালের ওপর নির্ভর করে । বৃষ্টিপাত প্রয়োজন অপেক্ষা বেশি বা অল্প হলে কৃষিকার্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় । তবে ভারতের কৃষিকার্যের সমৃদ্ধি নির্ভর করে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সময় ও পরিমাণের ওপর । নিম্নে কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করা হল —
( i ) বর্ষাকালে দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয় । মৌসুমি বৃষ্টিপাতের ফলে উৎপন্ন উল্লেখযোগ্য খারিফ ফসলগুলি হল ধান , জোয়ার , বাজরা , রাগি ,ভুট্টা,বাদাম , ইক্ষু প্রভৃতি ।
( ii ) কিছু কিছু খাদ্যশস্য আছে যেগুলি মার্চ-এপ্রিল মাসের শুরুতে চাষ শুরু হয় এবং বর্ষার শুরুতেই সেগুলিকে তুলে নেওয়া হয় ৷ এগুলি হল পটল , ঝিঙে ,শশা প্রভৃতি ।
( iii ) ভারতের যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি ( অসম ও পশ্চিমবঙ্গ )সেখানে ধান , চা, কফি প্রভৃতির চাষ হয় ।
( iv ) যেখানে মাঝারি বৃষ্টিপাত হয় সেখানে ইক্ষু , গম,তুলা প্রভৃতি চাষ হয় ।
( v ) শীতকালে ভারতে বিশেষ বৃষ্টিপাত না হলেও পশ্চিমে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা নিম্নচাপের কারণে উত্তর - পশ্চিম ভারত ও গাঙ্গেয় উপত্যকায় স্বল্প বৃষ্টিপাত হয় এবং এই স্বল্প বৃষ্টিপাতের ওপর নির্ভর করে শীতকালে ভারতে রবিশস্যের চাষ হয় । শীত ঋতুতে রবিশস্য হিসেবে যেসব ফসলের চাষ হয় তাদের মধ্যে গম ,যব , বালি , সরষে ,ছোলা ,আলু ,তিসি প্রভৃতি উল্লেখযোগ্য ।
ভারতের প্রধান দুটি খাদ্যশস্য ধান ও গম চাষের ক্ষেত্রে মৌসুমি বায়ুর অনেকখানি প্রভাব রয়েছে । ধান চাষের ক্ষেত্রে অধিক বৃষ্টিপাত ( 100 – 200 সেমি ) এবং গম চাষের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের ( 50 - 100 সেমি ) প্রয়োজন হয় । অর্থাৎ ভারতের খারিফ শস্যের উৎপাদন দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল এবং রবিশস্যের উৎপাদন উত্তর - পূর্ব মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল । যে বছরে মৌসুমি বায়ুর নির্দিষ্ট সময়ে আগমন ঘটে ও পরিমিত মাত্রায় বৃষ্টিপাত ঘটায় সে বছরে খাদ্যশস্য উৎপাদন বেশি হয় এর বিপরীতটি ঘটলে উৎপাদনের পরিমাণ কম হয় । তাই যথার্থই বলা হয় ‘ভারতের কৃষিকার্য মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত ।'