বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১। রাচেল কারসন যুক্ত ছিলেন ?
( ক ) আঞ্চলিক ইতিহাসে
( খ ) নারীর ইতিহাসে
( গ ) পরিবেশের ইতিহাসে
( ঘ ) শহরের ইতিহাসে
১.২। বঙ্কিমচন্দ্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন ?
( ক ) তিন বছর
( খ ) চার বছর
( গ ) দশ বছর
( ঘ ) বারো বছর
১.৩। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ?
( ক ) ১৮২১ খ্রি:
( খ ) ১৮২৩ খ্রি:
( গ ) ১৮১৫ খ্রি:
( ঘ ) ১৮২৬ খ্রি:
১.৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন ?
( ক ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
( খ ) বিদ্যাসাগর
( গ ) আনন্দমোহন বসু
( ঘ ) আশুতোষ মুখোপাধ্যায়
১.৫। ‘রেনেসাস’ শব্দটি হল , একটি ?
( ক ) ইংরেজী শব্দ
( খ ) ফরাসী শব্দ
( গ ) ইতালীয় শব্দ
( ঘ ) ল্যাটিন শব্দ
১.৬। ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল ?
( ক ) সাঁওতাল বিদ্রোহের পরে
( খ ) কোল বিদ্রোহের পরে
( গ ) চুঁয়াড় বিদ্রোহের পরে
( ঘ ) মুন্ডা বিদ্রোহের পরে
১.৭। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ?
( ক ) জোহান ক্রুগার
( খ ) এলিয়াস ফিসার
( গ ) ডিয়েট্রিস ব্রান্ডিস
( ঘ ) ফ্রেডারিক হফম্যান
১.৮। মহাবিদ্রোহকে ( ১৮৫৭ ) যে ব্রিটিশ লেখক ‘সিপাহী বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন ?
( ক ) চার্লস রেইকস
( খ ) নর্টন
( গ ) ম্যালসেন
( ঘ ) ডিজরেলি
১.৯। চৈত্রমেলা , ‘হিন্দুমেলা’ রূপ পরিচিত হয় ?
( ক ) ১৮৬৭ খ্রি: থেকে
( খ ) ১৮৭০ খ্রি: থেকে
( গ ) ১৮৭২ খ্রি: থেকে
( ঘ ) ১৮৭৫ খ্রি: থেকে
১.১০। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন ?
( ক ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
( খ ) আনন্দমোহন বসু
( গ ) রেভা: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
( ঘ ) শিবনাথ শাস্ত্রী
১.১১। বাংলাপুস্তক ব্যাবসায়ের পথিকৃৎ ছিলেন ?
( ক ) উইলিয়াম কেরি
( খ ) রামমোহন রায়
( গ ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
( ঘ ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১২। বাংলা লায়নোটাইপ প্রবর্তিত হয় ?
( ক ) ১৭৭৮ খ্রি:
( খ ) ১৮৭৮ খ্রি:
( গ ) ১৯২৫ খ্রি:
( ঘ ) ১৯৩৫ খ্রি:
১.১৩। ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন ?
( ক ) আশ্বিনীকুমার দত্ত
( খ ) সতীশচন্দ্র সামন্ত
( গ ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
( ঘ ) বিরেন্দ্রনাথ শাসমল
১.১৪। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল ?
( ক ) গিরণী কামগার ইউনিয়ন
( খ ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
( গ ) ইন্ডিয়ান মিলহ্যান্ডস ইউনিয়ন
( ঘ ) সর্বভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস
১.১৫। কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন ?
( ক ) বিরেন্দ্রনাথ শাসমল
( খ ) প্রফুল্লচন্দ্র সেন
( গ ) বাবা রামচন্দ্র
( ঘ ) ফজলুল হক
১.১৬। ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন ?
( ক ) রবীন্দ্রনাথ ঠাকুর
( খ ) অবনীন্দ্রনাথ ঠাকুর
( গ ) রজনীকান্ত সেন
( ঘ ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ?
( ক ) উর্মিলা দেবী
( খ ) বাসন্তী দেবী
( গ ) সরলাদেবী চৌধুরানী
( ঘ ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৮। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন ?
( ক ) রামস্বামী নাইকার
( খ ) ত্যাগরাজা চেটি
( গ ) নারায়ণ গুরু
( ঘ ) ভিমরাও আম্বেদকর
১.১৯। ভাষাভিত্তিক পৃথক রাজ্যটি ঘটিত হয়েছিল ?
( ক ) ১৯৪৭ খ্রি:
( খ ) ১৯৫০ খ্রি
( গ ) ১৯৫৩ খ্রি
( ঘ ) ১৯৫৬ খ্রি
১.২০। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তভূক্ত হয় ?
( ক ) ১৯৫০ খ্রি
( খ ) ১৯৫২ খ্রি
( গ ) ১৯৫৬ খ্রি
( ঘ ) ১৯৬০ খ্রি
বিভাগ – খ
২। যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ – ২.১ ( একটি প্রশ্নের উত্তর দাও )
২.১.১। ভারতে কোন বছর রেল পথ প্রবর্তিত হয় ?
২.১.২। গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত ?
২.১.৩। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
২.১.৪। ‘গান্ধিবুড়ি’ নামে কে পরিচিত ছিলেন ?
উপবিভাগ – ২.২ ( সঠিক বা ভূল নির্ণয় করো )
২.২.১। বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’ ।
২.২.২। প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত ।
২.২.৩। ড. অনিল শিল আঠারো শতককে ‘সভাসামতির যুগ’ বলে অভিহিত করেছেন ?
২.২.৪। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যাঙ্গচিত্র শিল্পী ।
উপবিভাগ – ২.৩ ( ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও )
‘ক’ স্তম্ভ
২.৩.১। সি.ভি.রমন
২.৩.২। বাবা রামচন্দ্র
২.৩.৩। উষাবেন মেহতা
২.৩.৪। হেমু কালানী
‘খ’ স্তম্ভ
১) সিন্ধুপ্রদেশ
২) বোম্বাই
৩) কলকাতা
৪) উত্তর প্রদেশ
উপবিভাগ – ২.৪ ( প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো ও নাম লেখো )
২.৪.১। মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) একটি কেন্দ্র – মিরাট ।
২.৪.২.। সাঁওতাল বিদ্রোহের এলাকা ( ১৮৫৫ ) ।
২.৪.৩। বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র – বারাসাত ।
২.৪.৪। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।
উপবিভাগ – ২.৫ ( নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো )
২.৫.১। বিবৃতি : দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ন গঠনা ।
ব্যাখ্যা ১ : তিনি সমগ্র ভারতবর্ষে ব্রহ্মধর্মপ্রচার করেছিলেন ।
ব্যাখ্যা ২ : তিনি খ্রিস্টধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন ।
ব্যাখ্যা ৩ : তিনি ব্রহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন ।
২.৫.২। বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন ।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের অরণ্যে আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা ।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যেবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা ।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যাবহার করতে চেয়েছিলেন ।
২.৫.৩। বিবৃতি : গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি ।
ব্যাখ্যা ১ : গান্ধীজি ছিলেন মিল মালিক শ্রেণীর প্রতিনিধি ।
ব্যাখ্যা ২ : গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন ।
ব্যাখ্যা ৩ : গান্ধীজি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন ।
২.৫.৪। বিবৃতি : ১৯২১ খ্রিষ্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় ।
ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন ।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল শিল্প শ্রমিকদের একটি অভ্যুত্থান ।
বিভাগ – গ
৩। দুটি অথবা তিনটি বাক্য নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো এগারোটি ) :
৩.১। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ন কেন ?
৩.২। ‘সরকারী নথিপত্র’ বলতে কি বোঝায় ?
৩.৩। কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায় স্মরনীয়া কেন ?
৩.৪। কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কি বোঝায় ?
৩.৫। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ?
৩.৬। ফরাজী আন্দোলনের ব্যথতার কারণ কি ?
৩.৭। মহারানীর ঘোষনাপত্রের ( ১৮৫৮ ) প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?
৩.৮। জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ।
৩.৯। ড.মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ?
৩.১০। বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?
৩.১১। আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন ?
৩.১২। ‘মিরাট ষড়যন্ত্র মামলা’টি কি ?
৩.১৩। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৪। গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ?
৩.১৫। ১৯৪৭ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিতে অগ্রাহ্য করেছিলেন কেন ?
৩.১৬। রাজ্য পুর্নগঠন কমিশন ( ১৯৫৩ ) কেন গঠিত হয়েছিল ?
বিভাগ – ঘ
৪। সাত বা আটটি বাক্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও )
উপবিভাগ : ঘ . ১
৪.১। উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো ।
৪.২। ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রহ্মআন্দোলনের মূল্যায়ন করো ।
উপবিভাগ : ঘ . ২
৪.৩। ‘বিদ্রোহ , অভ্যুত্থান ও বিপ্লব’ এর ধারণাটি ব্যাখ্যা করো ।
৪.৪। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো ।
উপবিভাগ : ঘ . ৩
৪.৫। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো ।
৪.৬। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো ।
উপবিভাগ : ঘ . ৪
৪.৭। স্বাধীনতালাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পূর্ণগঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল ?
৪.৮। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?
বিভাগ – ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১। বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি ?
৫.২। বাংলায় ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৫.৩। বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । তুমি কি মন কর যে , এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণী এবং কৃষক শ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল ?