“অদল বদল ” গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা madhyamik Bangla অদল বদল গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো প্রশ্নোত্তর adalbadal golpe amrito choritroti bishleshon koro questions answer


উত্তর : ” অদল বদল ” গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অমৃত । 


ছেলেমানুষ : গল্পের শুরুতে গরীব ঘরের এই ছেলেটিকে জেদি , এক গুয়ে ও অবুঝ প্রকৃতির মনে হয় । যেভাবে নতুন জামা পাওয়ার জন্য বাড়িতে সে উৎপীড়ন চালিয়েছে তা দেখে পাঠকের খারাপ লাগতেই পারে , কিন্তু যেহেতু সে ছেলেমানুষ তাই চরিত্রটি অস্বাভাবিক লাগেনি বরং খুব চেনাই লেগেছে । বাবা মাকে মানসিকভাবে উৎপীড়ন করে সে যে জামা আদায় করে তা কিন্তু বন্ধু ইসাবের জামা দেখেই । কিন্তু গল্প যত এগিয়েছে পাঠকের কাছে ধীরে ধীরে অমৃতের স্বরূপ উন্মোচিত হয়েছে ।



বন্ধুবৎসল : অমৃতকে নতুন করে পাই , যখন কালিয়ার সাথে তার হয়ে লড়াই করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে গেলে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচাতে ইসাব কে নিজের জামাটি সে দিয়ে দেয় ।


সহানুভূতিশীল : অমৃত বুঝেছিল বাবার হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাঁর মা আছে কিন্তু ইসাবের কেউ নেই । 



[        ] অমৃতের চরিত্রে মাতৃভক্তি , বন্ধুপ্রীতি ও ঔদার্যের পরিচয় পাওয়া যায় । গল্পের মুখ্য উপজীব্য যে বন্ধুত্ব তা প্রতিষ্ঠাতে অমৃতের ভূমিকা যথেষ্ট । সে শুধু জামা অদলবদল ঘটায়নি সমগ্র সমাজের মানসিকতার বদল ঘটিয়েছিল ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন