উত্তল দর্পণের ব্যবহার লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর উত্তল দর্পণের ব্যবহার লেখাে uttol dorponer babohar lekho


উত্তর : উত্তল দর্পণের ব্যবহার হল — (১) মােটর সাইকেল , বাস , লরি ইত্যাদি গাড়িতে ভিউফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয় । উত্তল দর্পণ তার সামনে থাকা কোনাে বস্তুর সর্বদা খর্বকায় অসদবিম্ব গঠন করে । ফলে কোনাে গাড়ির চালক তার পিছনে অনেক দূরের কোনাে গাড়ি বা বস্তু বা ব্যক্তির খর্বকায় অসদবিম্ব উত্তল দর্পণে দেখতে পান এবং দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে সুবিধা হয় । (২) স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয় । এই দর্পণ, স্ট্রিট ল্যাম্পের আলােকে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে দেয় । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন