ভূগোল সাজেশন

মাধ্যমিক দশম টেন ভূগোল সাজেশন  madhyamik class 10 x geography suggestions questions answers


                              প্রশ্নের মান : ৫ 

১। পর্যায়ণের বিভিন্ন মাধ্যমগুলির আলোচনা করো । 

২। নদী কোন্ কোন্ পদ্ধতিতে ক্ষয়সাধন করে ? 

৩। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও ।

৪। বায়ুর সঞ্চয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো । 

৫। বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো । 

৬। উন্নতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

৭। পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো । 

৮। বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা উল্লেখ করো ।

৯। সাময়িক বায়ুর সংজ্ঞা দাও । সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো । 

১০। ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো । 

১১। মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে — ব্যাখ্যা করো । 

১২। ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো । 

১৩। ভারতের প্রাকৃতিক অঞ্চল রূপে মরু অঞ্চলের পরিচয় দাও । 

১৪। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলিরপরিচয় দাও । 

১৫। ভারতে অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো । 

১৬। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা । 

১৭। ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো । 

১৮। কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন