তাপের ঘটনাসমূহ MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers তাপের ঘটনাসমূহ MCQ প্রশ্নোত্তর taper ghotonasomuho

১। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্গক আছে ? 

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার


উত্তর : গ) তিন

২। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাংকের একক হল ? 

ক) m

খ) m–¹

গ) ⁰C–¹

ঘ) ⁰C


উত্তর : গ) ⁰C–¹

৩। তিনটি অ্যালুমিনিয়াম দন্ড নিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হল । সংস্থাটিকে সমানভাবে উত্তপ্ত করলে সংস্থার কোণগুলি ? 

ক) প্রথমে বাড়বে , পরে কমবে 

খ) বৃদ্ধি পাবে 

গ) হ্রাস পাবে 

ঘ) একই থাকবে 


উত্তর : ঘ) একই থাকবে

৪। কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে ? 

ক) 1

খ) 2

গ) 3

ঘ) 4


উত্তর : গ) 3

৫। শূন্যস্থানে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় ? 

ক) পরিবহণ 

খ) পরিচলন 

গ) বিকিরণ 

ঘ) কোনোটিই নয়


উত্তর : গ) বিকিরণ

৬। নীচের কোনটি তাপের সুপরিবাহী ? 

ক) কর্ক

খ) গ্রাফাইট 

গ) কাঠ

ঘ) বায়ু


উত্তর : খ) গ্রাফাইট

৭। নীচের কোনটি তাপের কুপরিবাহী ? 

ক) রবার

খ) লোহা

গ) পারদ

ঘ) তামা


উত্তর : ক) রবার

৮। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহণের হার কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ? 

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) একই থাকে

ঘ) বলা যায় না


উত্তর : ক) বৃদ্ধি পায়

৯। নীচের কোনটির ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্গক নির্ভর করে ? 

ক) উষ্ণতা

খ) দৈঘ্য

গ) গ্রাফাইট

ঘ) প্রস্থচ্ছেদ


উত্তর : ক) উষ্ণতা

১০। তাপ পরিবাহিতাঙ্গকের মাত্রিয় সংকেতে L এর ঘাত হল ? 

ক) 1

খ) 2

গ) –1

ঘ) –2


উত্তর : ক) 1






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন