উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) MCQ প্রশ্নোত্তর  uttar oponibeshik bharat bish shotoker ditiyo porbo



১। ১৯৪৬ খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল ? 

ক) পাবনায় 

খ) খুলনায় 

গ) রাজশাহীতে 

ঘ) নোয়াখালীতে

উত্তর : ঘ) নোয়াখালীতে

২। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ? 

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৪ আগস্ট

খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট

গ) ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারী

ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৫ ডিসেম্বর


উত্তর : খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট


৩। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ? 

ক) জওহরলাল নেহরু

খ) সর্দার বল্লভভাই প্যাটেল 

গ) ভি পি মেনন

ঘ) ড. বি আর আম্বেদকর 


উত্তর : ক) জওহরলাল নেহরু


৪। ভারতের লৌহ মানব বলা হয় ? 

ক) বিঠল প্যাটেলকে 

খ) মনিবেন প্যাটেলকে

গ) বল্লভভাই প্যাটেলকে

ঘ) প্রফুল্ল প্যাটেলকে


উত্তর : গ) বল্লভভাই প্যাটেলকে


৫। দেশীয় রাজ্য ছিল না ? 

ক) বোম্বে 

খ) ভোপাল

গ) হায়দরাবাদ 

ঘ) জয়পুর 


উত্তর : ক) বোম্বে


৬। স্বাধীন কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন ? 

ক) রাম সিং

খ) কর্তার সিং

গ) হরি সিং

ঘ) নারায়ণ সিং

উত্তর : গ) হরি সিং


৭। কাশ্মীরের ‘ন্যাশনাল কনফারেন্স’ দলের নেতা ছিলেন ? 

ক) শেখ আবদুল্লা

খ) আবিদ হাসান 

গ) আবিদ হুসেন

ঘ) শেখ মুফিজুদ্দিন চৌধুরী 


উত্তর : ক) শেখ আবদুল্লা


৮। হায়দরাবাদ রাজ্যে নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে বলা হত ? 

ক) মন্ত্রীকার

খ) সাহুকার

গ) রাজাকাটরা

ঘ) রাজাকার


উত্তর : ঘ) রাজাকার


৯। হায়দরাবাদ রাজ্যেটি দখলে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ? 

ক) জয়ন্তনারায়ণ ঘোষদস্তিদার 

খ) জয়ন্ত চৌধুরী  

গ) জয়ন্ত বিশ্বাস 

ঘ) জয়ন্ত তালুকদার 


উত্তর : খ) জয়ন্ত চৌধুরী  


১০। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন ? 

ক) জওহরলাল নেহরু

খ) ভি পি মেনন 

গ) খুশবন্ত সিং

ঘ) সালমান রুশদি 


উত্তর : গ) খুশবন্ত সিং


১১। স্বাধীন বাংলাদেশের জন্ম হয় ? 

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে 

খ) ১৯৫৭ খ্রিস্টাব্দে 

গ) ১৯৬৭ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে 


উত্তর : ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে 

১২। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ? 

ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে 

খ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে


১৩। কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে ? 

ক) ১৯৫০ খ্রিস্টাব্দে 

খ) ১৯৫১ খ্রিস্টাব্দে

গ) ১৯৫২ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৯৫০ খ্রিস্টাব্দে


১৪। বোম্বাই রাজ্যটিকে দুটি ভাগে ভাগ করা হয় ? 

ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে 

খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

গ) ১৯৫৮ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন