তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্নোত্তর toritprobaho o rasayanik bikriya


১। গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে তড়িদবিশেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার ? 

ক) ভৌত পরিবর্তন হয়

খ) রাসায়নিক পরিবর্তন হয়

গ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন হয়

ঘ) কোনো পরিবর্তন হয় না


উত্তর : গ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন হয়

২। একটি তীব্র তড়িদবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল ? 

ক) H²CO³

খ) HNO³

গ) NH⁴OH

ঘ) HCOOH


উত্তর : খ) HNO³

৩। মৃদু তড়িদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে ? 

ক) কেবল অণু

খ) কেবল আয়ন 

গ) আয়ন ও অণু উভয়ই

ঘ) কোনোটিই নয়


উত্তর : গ) আয়ন ও অণু উভয়ই

৪। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের দ্রবণে পাওয়া যাবে ? 

ক) কেবল অণু

খ) কেবল আয়ন 

গ) আয়ন ও অণু উভয়ই

ঘ) কোনোটিই নয়


উত্তর : ক) কেবল অণু

৫। নীচের যৌগগুলির মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য হল ? 

ক) অ্যাসিটিক অ্যাসিড

খ) কার্বন অ্যাসিড

গ) ক্লোরোফর্ম

ঘ) ফর্মিক অ্যাসিড 


উত্তর : গ) ক্লোরোফর্ম

৬। তড়িদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হলে আয়নগুলির গতিবেগ ? 

ক) হ্রাস পায়

খ) বৃদ্ধি পায়

গ) হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়

ঘ) অপরিবর্তিত থাকে


উত্তর : খ) বৃদ্ধি পায়

৭। নীচের কোনটি তড়িদবিশ্লেষ্য নয় ? 

ক) NaCI

খ) H²SO⁴

গ) KOH

ঘ) গ্লুকোজ 


উত্তর : ঘ) গ্লুকোজ

৮। নীচের পদার্থগুলির মধ্যে কোনটি তড়িদবিশ্লেষ্য ? 

ক) পারদ

খ) চিনির জলীয় দ্রবণ

গ) লবণ জল

ঘ) ব্রোমিন 


উত্তর : গ) লবণ জল

৯। জলের তড়িদবিশ্লেষনের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত ? 

ক) 1:8

খ) 2:1

গ) 2:3

ঘ) 3:1


উত্তর : ক) 1:8

১০। গলিত বা দ্রবীভূত তড়িদবিশ্লেষ্যর মধ্যে তড়িৎ পরিবহণের জন্য দায়ী ? 

ক) প্রোটনের সরণ

খ) ইলেকট্রনের সরণ 

গ) আয়নের সরণ 

ঘ) অণুর সরণ


উত্তর : গ) আয়নের সরণ

১১। নীচের কোন অধাতুটি তড়িৎ পরিবহণ করতে পারে ? 

ক) ফসফরাস 

খ) বোরণ

গ) গ্রাফাইট

ঘ) সালফার


উত্তর : গ) গ্রাফাইট

১২। তড়িদবিশ্লেষনের সময় যে তড়িদ্বারটি ব্যাটারির ঋণাত্বক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ? 

ক) ক্যাথোড

খ) অ্যানোড

গ) সক্রিয় তড়িদ্বারটি

ঘ) নিষ্ক্রিয় তড়িদ্বার


উত্তর : ক) ক্যাথোড

১৩। তড়িদবিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে সেটি হল ? 

ক) ভোল্টামিটার

খ) অ্যামমিটার

গ) থার্মোমিটার

ঘ) ভোল্টমিটার


উত্তর : ক) ভোল্টামিটার

১৪। তড়িদবিশ্লেষণের সময় ভোল্টামিটারের অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয় ? 

ক) জারণ

খ) বিজারণ

গ) বিনিময়

ঘ) কোনোটিই নয়


উত্তর : ক) জারণ

১৫। NaCl এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় ? 

ক) Na 

খ) H²

গ) CI²

ঘ) O²


উত্তর : খ) H²

১৬। জলের তড়িদবিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় ? 

ক) H²S

খ) H²

গ) O²

ঘ) H²O²


উত্তর : গ) O²

১৭। তড়িদবিশ্লেষণে ব্যাবহৃত তড়িৎপ্রবাহের প্রকৃতি ? 

ক) সমপ্রবাহ 

খ) পরবর্তী প্রবাহ

গ) সমবাহ বা পরিবর্তিত প্রবাহ 

ঘ) তির্যক প্রবাহ


উত্তর : ক) সমপ্রবাহ

১৮। Pt তরিদ্দার ব্যাবহার করে CuSO⁴ এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষন করা হলে অবশেষে দ্রবণের প্রকৃতি হয় ? 

ক) প্রশম

খ) আম্লিক

গ) ক্ষারীয়

ঘ) প্রথমে আম্লিক পরে ক্ষারীয়


উত্তর : খ) আম্লিক

১৯। তড়িদবিশ্লেষণে তড়িৎ পরিবহণ করে ? 

ক) মুক্ত ইলেকট্রন 

খ) আয়ন 

গ) ধাতু

ঘ) অধাতু 


উত্তর : খ) আয়ন

২০। গলিত বা দ্রবীভূত তড়িদবিশ্লেষ্যর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণের ক্ষেত্রে কোনটির কোনো ভূমিকা নেই ? 

ক) ক্যাটায়ন

খ) অ্যানায়ন

গ) ইলেকট্রন 

ঘ) ক ও খ 


উত্তর : গ) ইলেকট্রন

২১। Cu তড়িদ্বার সহযোগে CuSO⁴ দ্রবণের তড়িদবিশ্লেষনের ক্ষেত্রে কোনটি ঘটে ? 

ক) ক্যাথোডের ক্ষয়

খ) অ্যানোডের ক্ষয়

গ) CuSO⁴ দ্রবণের গাঢ়ত্ত্ব বৃদ্ধি 

ঘ) CuSO⁴ দ্রবণের গাঢ়ত্ত্ব হ্রাস 


উত্তর : খ) অ্যানোডের ক্ষয়

২২। কোন ধাতুটিকে তার গলিত অক্সাইডের তড়িদবিশ্লেষনের মাধ্যমে নিষ্কাশন করা হয় ? 

ক) Fe

খ) AI

গ) Cu

ঘ) Ag


উত্তর : খ) AI

২৩। লোহার দ্রব্য কপারের তড়িৎ লেপন করতে ক্যাথোড রূপে ব্যাবহৃত হয় ? 

ক) লোহার দ্রব্য 

খ) কপার পাত

গ) কার্বন দ্রব্য

ঘ) নিকেল দ্রব্য


উত্তর : ক) লোহার দ্রব্য

২৪। কপারের তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যাবহৃত হয় ? 

ক) কপার

খ) গ্রাফাইট

গ) প্ল্যাটিনাম

ঘ) স্টিল


উত্তর : ক) কপার

২৫। অ্যানোড মাডে নীচের কোন ধাতুটি পাওয়া যায় ? 

ক) Au

খ) Mg

গ) AI

ঘ) Na


উত্তর : ক) Au


 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন