বিশ শতকের ভারতের নারী , ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers বিশ শতকের ভারতের নারী , ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্নোত্তর bish shotoker bharater nari chatro o prantik jonogoshthi andolan boishisto o bishleshon


১। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ? 

ক) ১৫ অক্টোবর , ১৯০৫ খ্রিস্টাব্দে 

খ) ১৬ অক্টোবর , ১৯০৫ খ্রিস্টাব্দে 

গ) ১৫ জুলাই , ১৯০৫ খ্রিস্টাব্দে 

ঘ) ১৬ জুলাই , ১৯০৫ খ্রিস্টাব্দে 


উত্তর : খ) ১৬ অক্টোবর , ১৯০৫ খ্রিস্টাব্দে

২। ‘আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি...’ গানটি রচনা করেন ? 

ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

গ) অতুলপ্রসাদ ঠাকুর 

ঘ) দ্বিজেন্দ্রলাল ঠাকুর 


উত্তর : ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

৩। ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন ? 

ক) ঊর্মিলা দেবী 

খ) বাসন্তী দেবী

গ) কল্পনা দত্ত 

ঘ) লীলা নাগ 


উত্তর : ক) ঊর্মিলা দেবী

৪। ‘করেঙে ইয়ে মরেঙ্গে’ স্লোগানটি ভারতের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হল ? 

ক) অসহযোগ আন্দোলন 

খ) আইন অমান্য আন্দোলন 

গ) ভারত ছাড়ো আন্দোলন 

ঘ) তেভাগা আন্দোলন


উত্তর : গ) ভারত ছাড়ো আন্দোলন 

৫। যাঁকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন , তিনি হলেন ? 

ক) চার্লস টেগাট

খ) সিম্পসন 

গ) কিংসফোর্ড 

ঘ) ডগলাস 


উত্তর : গ) কিংসফোর্ড

৬। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ? 

ক) ১১ জুলাই , ১৯০৮ খ্রিস্টাব্দ 

খ) ১১ আগস্ট , ১৯০৮ খ্রিস্টাব্দ

গ) ১১ জুলাই , ১৯০৯ খ্রিস্টাব্দ

ঘ) ১১ আগস্ট , ১৯০৯ খ্রিস্টাব্দ


উত্তর : খ) ১১ আগস্ট , ১৯০৮ খ্রিস্টাব্দ

৭। বিনয় , বাদল , দীনেশ রাইটস বিল্ডিং অভিযান করেন ১৯৩০ খ্রিস্টাব্দের ? 

ক) ৮ নভেম্বর 

খ) ৮ ডিসেম্বর 

গ) ৯ নভেম্বর

ঘ) ৯ ডিসেম্বর


উত্তর : খ) ৮ ডিসেম্বর 

৮। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ? 

ক) অনুশীলন সমিতি 

খ) গদর দল

গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি 

ঘ) বেঙ্গল ভলান্টিয়াস


উত্তর : গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

৯। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয় ? 

ক) ১৯৩০ খ্রিস্টাব্দে ১৮ মার্চ 

খ) ১৯৩০ খ্রিস্টাব্দে ১৮ এপ্রিল  

গ) ১৯৩১ খ্রিস্টাব্দে ১৮ মার্চ 

ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে ১৮ এপ্রিল  


উত্তর : খ) ১৯৩০ খ্রিস্টাব্দে ১৮ এপ্রিল

১০। ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয় ? 

ক) জ্যোতিবা ফুলকে 

খ) শ্রীনারায়ণ গুরু কে 

গ) বীরসালিঙ্গম কে

ঘ) হরিনারায়ণ আপ্তে কে


উত্তর : গ) বীরসালিঙ্গম কে

১১। ‘মতুয়া’ ধর্মের প্রবর্তক ছিলেন ? 

ক) জ্যোতিবা ফুলকে

খ) ড. আম্বেদকর

গ) হরিচাঁদ ঠাকুর

ঘ) শ্রীনারায়ণ গুরু


উত্তর : গ) হরিচাঁদ ঠাকুর





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন