উনিশ শতকে নারীমুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার অবদান কী ছিল ?

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর উনিশ শতকে নারীমুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার অবদান কী ছিল unish shotoke narimukti andolone bamabodhini potrikar obodan ki chilo


উত্তর : উনিশ শতকে একাধিক বাংলা পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় । এগুলির মধ্যে অন্যতম ছিল বামাবোধিনী পত্রিকা । বাংলার নারীমুক্তি আন্দোলনে এই পত্রিকার অবদান অনস্বীকার্য । 

( i ) প্রকাশকাল : ১৮৬৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে উমেশচন্দ দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় । এটি ছিল একটি মাসিক বাংলা পত্রিকা । 

( ii ) নারীশিক্ষা : এই পত্রিকার পরিচালকমণ্ডলী মনে করতেন নারীজাতিকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে না - পারলে সমাজের উন্নতি ঘটতে পারে না । এজন্য এই পত্রিকা নারীশিক্ষা প্রসারের ওপর বিশেষ জোর দেয় । এই পত্রিকায় প্রথম অন্তঃপুরবাসী নারীদের শিক্ষাচর্চার জন্য পাঠ্যক্রম রচিত হয় । 

( iii ) স্ত্রীআচার : নারী জাতির উন্নতির জন্য হিন্দু সমাজের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ( যেমন — রাখিবন্ধন ,ভাইফোঁটা , বিভিন্ন ব্রত ) সম্পর্কে বামাবোধিনী পত্রিকায় লেখালেখি হত । একইসঙ্গে এইসব অনুষ্ঠানের প্রয়োজনীয়তা , যৌক্তিকতা প্রভৃতি সম্পর্কেও আলোচনা করা হত । 

( iv ) আদর্শ নারীর কথা : নারীদের উৎসাহিত করার জন্য এই পত্রিকায় ভারতের খ্যাতনামা প্রাচীন বিদুষী মহিলাদের জীবনী সম্পর্কে আলোচনা করা হত । 


মন্তব্য : এতৎসত্ত্বেও নারীমুক্তি আন্দোলনের ক্ষেত্রে এই পত্রিকা সমালোচনার ঊর্ধ্বেযেতে পারেনি । কারণ , এই পত্রিকা কেবল হিন্দু নারীদের জন্য সরব হয়েছিল ; মুসলমান সমাজের নারীদের ক্ষেত্রে এই পত্রিকা ছিল মৌন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন