বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর bikolpo chinta o udyog boishisto o porjalochona


১। ছাপাখানার জনক বলা হয় ? 

ক) জোহানেস গুটেনবার্গকে

খ) ন্যাথানিয়েল ব্রাসিকে

গ) উইলিয়াম কেরিকে

ঘ) স্যার জন ম্যাককে 


উত্তর : ক) জোহানেস গুটেনবার্গকে

২। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল ? 

ক) বর্ণপরিচয় 

খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

গ) মঙ্গল সমাচার মতিয়ের 

ঘ) অন্নদামঙ্গল 


উত্তর : খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

৩। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হল ? 

ক) সংবাদ প্রভাকর

খ) দিগদর্শন 

গ) তত্ত্ববোধিনি

ঘ) বেঙ্গল গেজেট 


উত্তর : ঘ) বেঙ্গল গেজেট

৪। বাংলায় প্রথম মাসিক পত্রিকা হল ? 

ক) দিগদর্শন

খ) সমাচার দর্পণ 

গ) দ্য ক্যালকাটা গেজেট 

ঘ) বেঙ্গল গেজেট 


উত্তর : ক) দিগদর্শন

৫। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল ? 

ক) দিগদর্শন

খ) সমাচার দর্পণ 

গ) সমাচার চন্দ্রিকা

ঘ) বেঙ্গল গেজেট 


উত্তর : খ) সমাচার দর্পণ

৬। সংস্কৃত প্রেস গড়ে ওঠে ? 

ক) ১৮৪০ খ্রিস্টাব্দে

খ) ১৮৪৫ খ্রিস্টাব্দে

গ) ১৮৪৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে


উত্তর : গ) ১৮৪৭ খ্রিস্টাব্দে

৭। ইউ এন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল ? 

ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে 

খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে 

গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে 

ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 


উত্তর : ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে

৮। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ? 

ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য

খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

গ) সুকুমার রায় 

ঘ) জেমস অগাস্টাস হিকি


উত্তর : খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৯। কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ? 

ক) ১৮১৭ খ্রিস্টাব্দে 

খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে 

গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে 


উত্তর : খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

১০। কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে


উত্তর : গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

১১। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন ? 

ক) রাজা রামমোহন রায় 

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) ন্যাথানিয়েল হ্যালহেড

ঘ) উইলিয়াম জোন্স


উত্তর : ঘ) উইলিয়াম জোন্স

১২। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন ? 

ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

খ) উপেন্দ্রনারায়ণ রায়

গ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

ঘ) উপেন্দ্রমোহন চৌধুরী 


উত্তর : গ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

১৩। ম্যালেরিয়ার ওপর গবেষণা করে নোবেল পুরষ্কার পান ? 

ক) আলেকজান্ডার ডাফ

খ) রোনাল্ড রস 

গ) আলেকজান্ডার পেডলার

ঘ) জন ম্যাক


উত্তর : খ) রোনাল্ড রস 

১৪। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পান ? 

ক) জগদীশচন্দ্র বসু 

খ) সি ভি রমন 

গ) প্রফুল্লচন্দ্র রায়

ঘ) সত্যেন্দ্রনাথ বসু


উত্তর : খ) সি ভি রমন

১৫। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন ? 

ক) জগদীশচন্দ্র বসু 

খ) সত্যেন্দ্রনাথ বসু

গ) চন্দ্রমুখী বসু

ঘ) আনন্দমোহন বসু


উত্তর : ক) জগদীশচন্দ্র বসু 

১৬। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় ? 

ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

গ) ১৯০৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে


উত্তর : খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

১৭। বিশ্বভারতী বিশ্ববিদ্যায়ের প্রতিষ্ঠাতা হলেন ? 

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

খ) কেশবচন্দ্র সেন

গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

ঘ) রাজা রামমোহন রায় 


উত্তর : গ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৮। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ? 

ক) ১৯১১ খ্রিস্টাব্দে 

খ) ১৯২১ খ্রিস্টাব্দে 

গ) ১৯২২ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে 


উত্তর : খ) ১৯২১ খ্রিস্টাব্দে



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন