তরলের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তরলের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন toroler dui dhoroner prosaron gunagko thake keno



উত্তর : তরলের নির্দিষ্ট আকার নেই বলে তরলকে কোনাে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় । ফলে পাত্র ও তরল উভয়েরই প্রসারণ হয় । সাধারণত একই উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রসারণ পাত্রের প্রসারণের প্রায় 10 গুণ হয় , তাই খুব ভালােভাবে লক্ষ না করলে পাত্রের প্রসারণ বােঝা যায় না । পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে তরলের যে প্রসারণ হয় তা হল আপাত প্রসারণ । পাত্রের প্রসারণকে বিবেচনা করলে তরলের যে প্রসারণ হয় তা হল প্রকৃত প্রসারণ । কাজেই তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তা তরলের প্রকৃত প্রসারণ অপেক্ষা কম হয় । অর্থাৎ একবার পাত্রের প্রসারণকে ধরে ও আর - একবার পাত্রের প্রসারণকে উপেক্ষা করে শুধু তরলের প্রসারণকে ধরে — এই দুইভাবে তরলের প্রসারণ বিবেচনা করা হয় । সুতরাং এই কারণে তরলের দুই ধরনের প্রসারণই গুরুত্বপূর্ণ । তরলের দুই ধরনের প্রসারণ থাকার জন্য প্রসারণ গুণাকও দুই ধরনের হয় অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন