আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি লেখাে adorsho achoron theke bastob gasgulir bicchutir karonguli lekho


উত্তর : আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসেবে ধরা হয়েছে—

(১) আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ । অর্থাৎ, অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য । কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যত ক্ষুদ্রই হােক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না । 

(২) আদর্শ গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনাে আকর্ষণ বা বিকর্ষণ হয় না । কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ করা যায় । 

প্রধানত এই দুটি কারণের জন্যই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি ঘটে । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন