মেন্ডেলিভের পর্যায় সারণিতে উপশ্রেণির প্রয়ােজন হয়েছিল কেন ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর মেন্ডেলিভের পর্যায় সারণিতে উপশ্রেণির প্রয়ােজন হয়েছিল কেন mendeliver porjay saronite uposreenir proyojon hoyechilo keno


উত্তর : মেন্ডেলিভ তার পর্যায় সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানাের সময় সমধর্মসম্পন্ন মৌলগুলিকে একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি অনুসরণ করেছিলেন । কোনাে একটি শ্রেণির অন্তর্ভুক্ত মৌলসমূহের ধর্মাবলি একই রকমের হবে বলে প্রত্যাশা করা হয়েছিল । কিন্তু বাস্তবে দেখা গেল 0 (শূন্য) এবং VIII নং শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির কোনাে কোনাে মৌলকে ভিন্নধর্মী অন্য মৌলসমূহের সাথে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে । এই অসামঞ্জস্য দূর করার জন্য I থেকে VII নং শ্রেণিগুলির প্রত্যেকটিকে A ও B উপশ্রেণিতে ভাগ করা হয় । একটি নির্দিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত একই উপশ্রেণির মৌলগুলি সমধর্মী হয় কিন্তু একই শ্রেণিভুক্ত ভিন্ন উপশ্রেণির মৌলগুলি শুধুমাত্র যােজ্যতা ছাড়া আর কোনাে দিক থেকেই সমধর্মী হয় না । যেমন— IA শ্রেণিতে অবস্থিত Li ,Na ,K , Rb , Cs ইত্যাদি মৌল এবং IB শ্রেণির cu ,Ag , Au মৌলের মধ্যে কেবলমাত্র যােজ্যতা ( 1 ) ছাড়া আর কোনাে ধর্মের বিশেষ মিল নেই ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন