১। আয়নীয় যৌগ সাধারণ উষ্ণতায় যে ভৌত অবস্থায় থাকে সেটি হল ?
ক) প্লাজমা
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) কেলাসাকার কঠিন
উত্তর : ঘ) কেলাসাকার কঠিন
২। আয়নীয় যৌগের দ্রাব্যতা বেশি হবে ?
ক) জলে
খ) অ্যালকোহলে
গ) বেঞ্জিন
ঘ) ইথারে
উত্তর : ক) জলে
৩। কোনটির গলনাঙ্গক সবচেয়ে বেশী ?
ক) চিনি
খ) ন্যাপথলিন
গ) মোম
ঘ) NaC1
উত্তর : ঘ) NaC1
৪। কোনটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য ?
ক) CuSO⁴
খ) CH³COOH
গ) NaNO³
ঘ) CaCO³
উত্তর : ঘ) CaCO³
৫। একটি পোলার দ্রাবকের উদাহরণ হল ?
ক) বেঞ্জিন
খ) ইথার
গ) ক্লোরোফর্ম
ঘ) জল
উত্তর : ঘ) জল
৬। ক্ষারধাতু ও হ্যালোজেন মৌলের মধ্যে যে প্রকারের বন্ধন সৃষ্টি হতে পারে সেটি হল ?
ক) আয়নীয়
খ) সমযোজী
গ) অসমযোজী
ঘ) পোলার সমযোজী
উত্তর : ক) আয়নীয়
৭। আয়নীয় বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী ?
ক) ডালটন
খ) লুইস
গ) কোসেল
ঘ) অ্যাভোগাড্রো
উত্তর : গ) কোসেল
৮। ফেরাস যৌগে Fe এর তড়িৎযোজ্যতা হল ?
ক) 3
খ) 1
গ) 2
ঘ) 4
উত্তর : গ) 2
৯। দৈনন্দিন জীবনে ব্যাবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হল ?
ক) খাদ্যলবন
খ) জল
গ) চিনি
ঘ) কেরোসিন
উত্তর : ক) খাদ্যলবন
১০। কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে না ?
ক) সমযোজী
খ) অসমযোজী
গ) তড়িৎযোজী
ঘ) সব গুলির
উত্তর : গ) তড়িৎযোজী
১১। কোন অনুর স্বতন্ত্র অস্তিত্ব নেই ?
ক) CO²
খ) CH⁴
গ) NaC1
ঘ) SO²
উত্তর : গ) NaC1
১২। নীচের কোন যৌগটির কঠিন অবস্থা অয়ন দ্বারা গঠিত ?
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) হাইড্রোজেন ক্লোরাইড
গ) ন্যাপথালিন
ঘ) গ্লুকোজ
উত্তর : ক) সোডিয়াম ক্লোরাইড
১৩। কোনটি জলে অদ্রাব্য ?
ক) MgCl²
খ) Na²SO⁴
গ) CHCI³
ঘ) HCI
উত্তর : গ) CHCI³
১৪। যেসব যৌগের ক্ষেত্রে স্বতন্ত্র অণুর অস্তিত্ব আছে তাদের মধ্যে উপস্থিত রাসায়নিক বন্ধনের প্রকৃতি হবে ?
ক) আয়নীয়
খ) তড়িৎযোজী
গ) সমযোজী
ঘ) ধাতব
উত্তর : গ) সমযোজী
১৫। দৈনন্দিন জীবনে বিশেষ করে গৃহস্থালীর কাজকর্মের জন্য বহুল ব্যাবহৃত সমযোজী যৌগটি হল ?
ক) ফটকরি
খ) কাপড় কাচা সোডা
গ) জল
ঘ) কাপড় কাচা সাবান
উত্তর : গ) জল
১৬। সমযোজী বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী ?
ক) লুইস
খ) আরহেনিয়াস
গ) কেলভিন
ঘ) অ্যাভোগাড্রো
উত্তর : ক) লুইস
১৭। কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে ?
ক) H²O
খ) NH³
গ) CO²
ঘ) CH⁴
উত্তর : গ) CO²
১৮। কোন অণুটিতে সমযোজী ত্রিবন্ধন আছে ?
ক) H²
খ) O²
গ) N²
ঘ) F²
উত্তর : গ) N²
১৯। নীচের কোন যৌগের মধ্যে তড়িৎযোজী , সমযোজী ও অসমযোজী তিনপ্রকার বন্ধন আছে ?
ক) KCI
খ) H²O
গ) NH⁴CI
ঘ) NaCN
উত্তর : গ) NH⁴CI
২০। ঘরের উষ্ণতায় কোন সমযোজী যৌগটি তরল অবস্থায় পাওয়া যায় ?
ক) ন্যাপথালিন
খ) ব্রোমিন
গ) ক্লোরিন
ঘ) ইউরিয়া
উত্তর : খ) ব্রোমিন
২১। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি ?
ক) OF²
খ) N²
গ) C²H⁴
ঘ) C²H²
উত্তর : গ) C²H⁴
২২। কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে না ?
ক) NaCI
খ) NaF
গ) CCI⁴
ঘ) KCI
উত্তর : গ) CCI⁴
২৩। প্রকৃত বন্ধনটি হল ?
ক) তড়িৎযোজি বন্ধন
খ) সমযোজী বন্ধন
গ) নিউক্লিয় বন্ধন
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ) সমযোজী বন্ধন
২৪। জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি ?
ক) চিনি
খ) ইউরিয়া
গ) বেঞ্জিন
ঘ) ইথানল
উত্তর : গ) বেঞ্জিন
২৫। সমযোজী উদবায়ি কঠিন পদার্থের উদাহরণ হল ?
ক) গ্লুকোজ
খ) খাদ্যলবন
গ) চিনি
ঘ) ন্যাপথালিন
উত্তর : ঘ) ন্যাপথালিন
২৬। জৈব যৌগ মাত্রই ?
ক) সমযোজী যৌগ
খ) তড়িৎযোজী যৌগ
গ) সমযোজী কিংবা তড়িৎযোজী হতে পারে
ঘ) সমযোজী কিংবা তড়িৎযোজী কোনোটিই নয়
উত্তর : ক) সমযোজী যৌগ