তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে toritbishlesho podarther torit poribohon kkhomota kon kon bishoyer opor nirvor kore



উত্তর : তড়িদবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে— 

(১) তড়িদবিশ্লেষ্য পদার্থের প্রকৃতি : তীব্র তড়িবিশ্লেষ্যের ক্ষেত্রে অণুগুলি সম্পূর্ণরূপে বিয়ােজিত হয় বলে গলিত অবস্থায় বা দ্রবণে আয়নের সংখ্যা বেশি হয় ও তার ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতাও বেশি হয় । মৃদু তড়িদবিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে বিয়ােজিত হয়ে অল্প সংখ্যক আয়ন মুক্ত করে , তাই এক্ষেত্রে তড়িৎ পরিবহণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয় । 

(২) তড়িদবিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব : দ্রবণে তড়িবিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব যত বেশি হয় আয়ন সংখ্যাও তত বৃদ্ধি পায় , ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় । 

উষ্ণতা : উষ্ণতা বৃদ্ধির ফলে আয়নগুলির গতিবেগ তথা গতিশক্তি বৃদ্ধি পায়, এর ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন দ্রুত ক্যাথােডে এবং অ্যানােডে পৌঁছােতে পারে । ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতা বৃদ্ধি পায় ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন