তাপবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তাপবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে tapbidyut utpadon poddhoti songkhepe alochona koro


উত্তর : তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লার গুঁড়াে ব্যবহার করে জল ফুটিয়ে উৎপন্ন বাম্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে জেনারেটর চালনা করা হয় । পদ্ধতিগুলি হল — 

(১) স্টিম বয়লারে উচ্চচাপযুক্ত বাষ্প উৎপন্ন করা হয় ।

(২) প্রচণ্ড উত্তপ্ত, উচ্চচাপযুক্ত বাষ্প উচ্চবেগে টারবাইন কক্ষে প্রবেশ করে । 

(৩) টারবাইন ব্লেডে এই বাষ্পের ধাক্কায় টারবাইন ঘুরতে শুরু করে । টারবাইনের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে জেনারেটর চালানাে হয়, ফলে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় । 

(৪) এরপর শক্তি হারিয়ে বাষ্পের চাপ হ্রাস পায় এবং তা টারবাইন ব্লেডের ফাঁক দিয়ে কনডেনসারে এসে জমা হয় । 

(৫) পাম্প ( 1 ) - এর সাহায্যে কনডেনসারের মধ্যে ঠান্ডা জলের ঘূর্ণি তৈরি করা হয় । এর সংস্পর্শে বাষ্প এখানে ঘনীভূত হয়ে জলে পরিণত হয় । 


(৬) এই জলকে আবার হিটার কক্ষে পাঠানাে হয় । এখানে নিম্নচাপযুক্ত বাষ্প পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে ।এরপর ওই বাষ্পের চাপ বাড়িয়ে পাম্প ( 2 ) -এর সাহায্যে তাকে আবার বয়লারের মধ্যে দিয়ে একইভাবে টারবাইন কক্ষে পাঠানাে হয় ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন