কালি কলমের প্রতি ভালোবাসা “ হারিয়ে যাওয়া কালি কলম ” প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা madhyamik Bangla কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো প্রশ্নোত্তর kali kolomer proti valobasha hariye jaoya kali kalam probondho kivabe fute utheche ta alochona koro questions answer



উত্তর: শ্রীপান্থের লেখ “ হারিয়ে যাওয়া কালি কলম ” প্রবন্ধে দোয়াত , কলম , প্রভৃতি লেখার সরঞ্জাম গুলিকে ঘিরে লেখকের মমতা , স্মৃতি মেদুরতা আর ভালোবাসা ফুটে উঠেছে । 


[       ] ছোটোবেলায় লেখক তাঁর গ্রামের বাড়িতে নিজের হাতেই কালি , কলম বানিয়ে নিতেন । বাঁশের কঞ্চি কেটে তৈরী হত কলম । রান্নার কড়াইয়ের নীচের ভুষ কালি লাউপাতা দিয়ে ঘষে জলে গুলে ফুটিয়ে কালি বানানো হত । ক্রমশ বাঁশের কলমের বদলে জায়গা করে নিল ফাউন্টেন পেন । সে পেনের প্রেমে পড়ে গেলেন লেখক এরপর বাজারে বল পয়েন্ট পেন এলেও সে পেন লেখকের মনে ধরল না । যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কাছেই আত্মসমর্পন করতে হল তাঁকে । যন্ত্র সভ্যতার হাত ধরে এল কম্পিউটার । দিন ফুরোলো কলমের । এখন সবাই কম্পিউটারেই লেখে । কিন্তু লেখক এবং তাঁর মতো কিছু মানুষ এখনও কলম ফেলে কম্পিউটার কে আপন করে নিতে পারেননি । তাই যন্ত্রের দাপটে কালি কলমের এই হারিয়ে যাওয়ার যুগে লেখক বারবার আঁকড়ে ধরেছেন তাঁর ছেলবেলার কলমের স্মৃতি কে । হারিয়ে যাওয়া সেই সব কালি কলমের কথা ভেবে ভারাকান্ত হয়ে উঠেছে তাঁর মন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন