সমগণীয় শ্রেণির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর সমগণীয় শ্রেণির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে somogoniyo sreenir boishistoguli ullekh koro


উত্তর : (১) একই সমগণীয় শ্রেণির সব সদস্য একই উপাদান মৌল দ্বারা গঠিত । 

(২) একই সাধারণ সংকেতের সাহায্যে একটি সমগণীয় শ্রেণির সকল সদস্যকে প্রকাশ করা যায় । 

(৩) কোনাে সমগণীয় শ্রেণির সদস্যগুলিকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হয় CH² ও আণবিক ভরের ব্যবধান হয় 14 একক । 

(৪) যে কোনাে সমগণীয় শ্রেণির অন্তর্ভুক্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপ একই হওয়ায় এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখা যায় ।


(৫) আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে একই সমগণীয় শ্রেণির যৌগগুলির ভৌত ধর্ম , যেমন — গলনাঙ্ক , স্ফুটনাঙ্ক , ঘনত্ব ইত্যাদি বৃদ্ধিপায় , কিন্তু দ্রাব্যতা ও উদ্বায়িতা হ্রাস পায় । 

(৬) একই সমগণীয় শ্রেণির প্রতিটি সদস্যকে একটি সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন