তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও । মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে torit rinatokotar songha dao mouler torit rinatokotar man kon kon bishoyer opor nirvor kore


উত্তর : অন্য কোনাে মৌলের পরমাণুর সঙ্গে সমযােজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন -জোড়কে কোনাে মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎ - ঋণাত্মকতা বলে । 

মৌলের তড়িৎ -ঋণাত্মকতা প্রধানত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে 

পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ : মৌলের পরমানুর আকার যত ছােটো হয়, তড়িৎ - ঋণাত্মকতার মান তত বেশি হয় । 

কক্ষপথের সংখ্যা : পরমাণুতে কক্ষপথের সংখ্যা যত বেশি হয় তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হয় । 

পরমাণুক্রমাঙ্ক তথা নিউক্লিয়াসের আধান : পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় । 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন