পরিবেশের জন্য ভাবনা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers পরিবেশের জন্য ভাবনা MCQ প্রশ্নোত্তর poribesher jonno vabna



১। কোন স্তরটিকে ‘শান্তমন্ডল’ বলা হয় ? 

ক) ট্রোপোস্ফিয়ার

খ) স্ট্রাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার


উত্তর : খ) স্ট্রাটোস্ফিয়ার

২। বায়ুমন্ডলের শীতলতম অঞ্চল হল ? 

ক) ট্রোপোস্ফিয়ার

খ) স্ট্রাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার


উত্তর : গ) মেসোস্ফিয়ার

৩। বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশী তা হল ? 

ক) অক্সিজেন 

খ) নাইট্রোজেন 

গ) ওজোন 

ঘ) হাইড্রোজেন 


উত্তর : খ) নাইট্রোজেন

৪। ঝড় , বৃষ্টি , বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি বায়ুমন্ডলের যে স্তরে দেখা যায় সেটি হল ? 

ক) ট্রোপোস্ফিয়ার

খ) স্ট্রাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার


উত্তর : ক) ট্রোপোস্ফিয়ার

৫। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলের বিভাগ হল ? 

ক) ৫টি

খ) ৪টি

গ) ৩টি

ঘ) ২টি


উত্তর : ঘ) ২টি

৬। বায়ুমন্ডলের যে স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা যায় তা হল ? 

ক) ট্রোপোস্ফিয়ার

খ) ওজোনোস্ফিয়ার

গ) থার্মোস্ফিয়ার

ঘ) এক্সোস্ফিয়ার


উত্তর : খ) ওজোনোস্ফিয়ার

৭। মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমন্ডলের যে স্তর সেটি হল ? 

ক) ওজোনোস্ফিয়ার

খ) আয়নোস্ফিয়ার

গ) ট্রোপোপজ

ঘ) মেসোস্ফিয়ার


উত্তর : খ) আয়নোস্ফিয়ার

৮। বায়ুমন্ডলের কোন স্তর ওজোন গ্যাস পাওয়া যায় ? 

ক) মেসোস্ফিয়ার

খ) এক্সোস্ফিয়ার

গ) স্ট্রাটোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার


উত্তর : গ) স্ট্রাটোস্ফিয়ার

৯। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ? 

ক) পরিবহণ পদ্ধতিতে 

খ) পরিচলন পদ্ধতিতে

গ) বিকিরণ পদ্ধতিতে

ঘ) সবকটিই ঠিক 


উত্তর : গ) বিকিরণ পদ্ধতিতে

১০। আন্টাকটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে ? 

ক) মার্চ - আগস্ট 

খ) এপ্রিল - জুন

গ) সেপ্টেম্বর - নভেম্বর

ঘ) জানুয়ারী - মার্চ


উত্তর : গ) সেপ্টেম্বর - নভেম্বর

১১। যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সেটি হল ? 

ক) ক্লোরোফর্ম 

খ) আয়োডোফর্ম

গ) ক্লোরোফ্লুরোকার্বন 

ঘ) অ্যাসিটিলিন


উত্তর : গ) ক্লোরোফ্লুরোকার্বন

১২। CFC এর উৎস হল ? 

ক) রেফ্রিজারেটর 

খ) যানবাহন 

গ) কৃষিজমি 

ঘ) জলাভূমি 


উত্তর : ক) রেফ্রিজারেটর

১৩। CFC এর পুরো নাম ? 

ক) ক্লোরোফ্লুরোকার্বন

খ) কোল্ডফ্লুরিনেটেড কার্বন 

গ) ক্লোরিন ফ্লু কার্বন 

ঘ) ক্লোরোফ্লুরো কার্বনেট 


উত্তর : ক) ক্লোরোফ্লুরোকার্বন

১৪। গ্রিনহাউস গ্যাস গুলি মূলত বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে ? 

ক) ট্রোপোস্ফিয়ার

খ) স্ট্রাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার


উত্তর : ক) ট্রোপোস্ফিয়ার

১৫। বর্তমান শক্তি চাহিদার বেশির ভাগটাই আসে ? 

ক) সৌরশক্তি থেকে

খ) বায়ুশক্তি থেকে

গ) জোয়ার ভাটার শক্তি থেকে

ঘ) জীবাশ্ম জ্বালানি থেকে


উত্তর : ঘ) জীবাশ্ম জ্বালানি থেকে

১৬। সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ? 

ক) ফোটো ভোল্টায়িক কোশে 

খ) সোলার কুকারে 

গ) প্রেসার কুকারে

ঘ) ইলেকট্রিক মোটরে


উত্তর : ক) ফোটো ভোল্টায়িক কোশে

১৭। জীবাশ্ম জ্বালানি গুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় ? 

ক) ডিজেল 

খ) কয়লা

গ) কেরোসিন 

ঘ) প্রাকৃতিক গ্যাস 


উত্তর : ঘ) প্রাকৃতিক গ্যাস 

১৮। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল ? 

ক) বিউটেন 

খ) মিথেন

গ) ইথেন

ঘ) অক্সিজেন 


উত্তর : খ) মিথেন






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন