সমযােজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর সমযােজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করাে somoyoji jouger boishisto ullekh koro



উত্তর : সমযােজী যৌগের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ  

(১) ভৌত অবস্থা : সাধারণ উষ্ণতা ও চাপে সমযােজী যৌগগুলি সাধারণত গ্যাসীয় বা তরল হয় । আণবিক গুরত্ব বেশি হলে এদের কঠিন অবস্থাতেও পাওয়া যায় । 

(২) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক : সমযােজী যৌগগুলির অণুর পৃথক অস্তিত্ব আছে এবং তাদের পারস্পরিক আকর্ষণ বল দুর্বল প্রকৃতির হয় । তাই আয়নীয় যৌগের তুলনায় এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয় । ব্যতিক্রম Si0²,  হীরক , SiC ইত্যাদি ।  

(৩) দ্রাব্যতা : সমযােজী যৌগ সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য ।ব্যতিক্রম — HCl সমযােজী হলেও ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয় । 

(৪) তড়িৎ পরিবাহিতা : গলিত বা দ্রবীভূত অবস্থায় সমযােজী যৌগের অণুগুলি আয়নে বিয়ােজিত হয় না বলে সমযােজী যৌগগুলি তড়িৎ পরিবহণ করে না । ব্যতিক্রম— HCl- এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে । 


(৫) বিক্রিয়ার গতিবেগ : সমযােজী যৌগের বিক্রিয়া ধীরগতিতে ঘটে । 

(৬) সমাবয়বতা : সমযােজী যৌগে প্রায়ই সমাবয়বতা ধর্ম দেখা যায় ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন