তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখাে torit leponer uddeshyaguli lekho


উত্তর : (১) বেশি সক্রিয় কোনাে ধাতু বা ধাতু-সংকরের তৈরি বস্তুকে জলীয় বাষ্প , অক্সিজেন ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য তড়িৎ - লেপনের দ্বারা তার ওপর কম সক্রিয় কোনাে ধাতুর প্রলেপ দেওয়া হয় । যেমন — মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লােহার বস্তুর ওপর নিকেল , টিন বা ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয় । ফলে বস্তুগুলি আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়ী হয় । 


(২) ধাতু বা ধাতু-সংকরের তৈরি বিভিন্ন বস্তুর সৌন্দর্য বাড়িয়ে তােলার জন্যও তড়িৎ -লেপন করা হয় । যেমন – রুপাের তৈরি গয়নার ওপর সােনার প্রলেপ দিয়ে গয়নার সৌন্দর্য বৃদ্ধি করা হয় । 


(৩)  অনেকক্ষেত্রে ধাতু বা ধাতু নির্মিত বস্তুর পৃষ্ঠতলকে অধিক দৃঢ় ও ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্যও তড়িৎ - লেপন করা হয় । যেমন — অ্যালুমিনিয়ামের তৈরি কোনাে বস্তুকে দৃঢ় ও ক্ষয়রােধী করার জন্য তড়িৎ-লেপন পদ্ধতিতে বস্তুটির অ্যানােডাইজিং করা হয় । 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন