ইতিহাস ধারণা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers ইতিহাস ধারণা MCQ প্রশ্নোত্তর itihas dharona



১। অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে ? 

ক) ইংল্যান্ডে 

খ) রাশিয়ায় 

গ) ফ্রান্সে 

ঘ) জার্মানিতে


উত্তর : ক) ইংল্যান্ডে


২। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ? 

ক) ইংরেজরা 

খ) ওলন্দাজরা

গ) ফরাসিরা 

ঘ) পোর্তুগিজরা


উত্তর : ক) ইংরেজরা


৩। ICC প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে

খ) ১৯৭০ খ্রিস্টাব্দে

গ) ১৯৮০ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে


৪। ভারতীয় ‘ফুটবলের মক্কা’ বলা হয় ? 

ক) কলকাতাকে

খ) মুম্বাইকে 

গ) দিল্লীকে 

ঘ) মাদ্রাজকে 


উত্তর : ক) কলকাতাকে


৫। কাওয়ালির জনক বলা হয় ? 

ক) আমির খসরুকে 

খ) গোলাম নবিকে

গ) তানসেনকে 

ঘ) কেউই নয়


উত্তর : ক) আমির খসরুকে


৬। ভারতীয় সংগীতের মূল উৎস হল ? 

ক) ঋগবেদ 

খ) সামবেদ 

গ) যজু:বেদ 

ঘ) অর্থববেদ 


উত্তর : খ) সামবেদ


৭। বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক হল ? 

ক) টিনের তলোয়ার 

খ) দৃশ্যকাব্য পরিচয়

গ) অঙ্গার

ঘ) নবান্ন 


উত্তর : ঘ) নবান্ন


৮। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ? 

ক) চলচ্চিত্রের সঙ্গে 

খ) ক্রীড়া জগতের সঙ্গে 

গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে 

ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে


উত্তর : ক) চলচ্চিত্রের সঙ্গে 


৯। পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক ? 

ক) ঋত্বিক ঘটক

খ) মৃণাল সেন 

গ) শ্যাম বেনেগাল 

ঘ) সত্যজিৎ রায় 


উত্তর : ঘ) সত্যজিৎ রায়


১০। ভারতে প্রথম রেলপথে স্থাপিত হয় ? 

ক) ১৮৫০ খ্রিস্টাব্দে

খ) ১৮৫১ খ্রিস্টাব্দে

গ) ১৮৫২ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে


১১। প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফের নাম ? 

ক) লীলা মজুমদার

খ) লীলা বনসল

গ) লীলা দীনদয়াল

ঘ) লীলা গুহঠাকুর 


উত্তর : গ) লীলা দীনদয়াল


১২। কোচবিহারের ইতিহাস রচনা করেন ? 

ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

খ) রাধারমন সাহা

গ) সুশীল বর্মন 

ঘ) অনিল সাহা 


উত্তর : ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়


১৩। ‘সংস্কৃতির শহর’ বলা হয় ? 

ক) চেন্নাইকে 

খ) কলকাতাকে 

গ) দিল্লিকে

ঘ) ভুবনেশ্বরকে


উত্তর : ঘ) ভুবনেশ্বরকে


১৪। উনিশ শতকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল ? 

ক) লন্ডন

খ) কলকাতা 

গ) প্যারিস

ঘ) মুম্বাই 


উত্তর : ক) লন্ডন


১৫। ‘City of Dream’ নামে পরিচিত ? 

ক) জয়পুর 

খ) চেন্নাই 

গ) দিল্লি 

ঘ) মুম্বাই 


উত্তর : ঘ) মুম্বাই


১৬। ‘র’ কোন দেশের ইন্টেলিজেন্স বিভাগ ? 

ক) পাকিস্থানের 

খ) ভারতের 

গ) আমেরিকার 

ঘ) রাশিয়ার 


উত্তর : খ) ভারতের


১৭। ভারতে ‘অগ্নিযুগের অগ্নিকন্যা’ বলা হয় ? 

ক) প্রীতিলতা ও ওয়াদ্দেদার

খ) কল্পনা দত্ত 

গ) সরলাদেবী চৌধুরানী 

ঘ) সরোজিনী নাইডু 


উত্তর : ক) প্রীতিলতা ও ওয়াদ্দেদার


১৮। ‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’ উক্তিটি করেছেন ? 

ক) স্বামী বিবেকানন্দ

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) রামমোহন রায় 

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 


উত্তর : ক) স্বামী বিবেকানন্দ


১৯। বিপিনচন্দ্র পাল লিখেছেন ? 

ক) সত্তর বৎসর

খ) জীবনস্মৃতি 

গ) এ নেশন ইন মেকিং

ঘ) আনন্দমঠ


উত্তর : ক) সত্তর বৎসর


২০। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি ? 

ক) উপন্যাস 

খ) কাব্যগ্রন্থ 

গ) জীবনীগ্রন্থ 

ঘ) আত্মজীবনী 


উত্তর : ঘ) আত্মজীবনী


২১। সর্বপ্রথম বন্দেমাতরম সংগীতটি প্রকাশিত হয় ? 

ক) দিগদর্শন - এ

খ) সমাচার দর্পণ - এ

গ) বঙ্গদর্শন - এ

ঘ) সোমপ্রকাশ - এ 


উত্তর : গ) বঙ্গদর্শন - এ


২২। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র ? 

ক) বঙ্গদর্শন

খ) দিগদর্শন

গ) সংবাদ প্রভাকর 

ঘ) সোমপ্রকাশ


উত্তর : ঘ) সোমপ্রকাশ


২৩। সোমপ্রকাশ ছিল একটি ? 

ক) দৈনিক পত্রিকা

খ) সাপ্তাহিক পত্রিকা

গ) পাক্ষিক পত্রিকা

ঘ) মাসিক পত্রিকা


উত্তর : গ) পাক্ষিক পত্রিকা


২৪। হাজারদুয়ারী প্যালেস অবস্থিত ? 

ক) আগ্রায় 

খ) পাহাড়পুরে

গ) গৌড়ে

ঘ) মুর্শিদাবাদে


উত্তর : ঘ) মুর্শিদাবাদে


২৫। ব্রিটিশ শাসনকালে দেশীয় চিকিৎসাবিদ্যার উন্নতি কল্পে অগ্রণী ভূমিকা পালন করেন ? 

ক) আর্চার্য প্রফুল্লচন্দ্র রায়

খ) জগদীশচন্দ্র বসু 

গ) ডা. মহেন্দ্রলাল সরকার 

ঘ) কাদম্বিনী মজুমদার 


উত্তর : গ) ডা. মহেন্দ্রলাল সরকার 


২৬। সরকারি নথিপত্র সংরক্ষিত হয় ? 

ক) সংগ্রহশালায় 

খ) জাতীয় গ্রন্থাগারে 

গ) বিশ্ববিদ্যালয়ে

ঘ) জাতীয় মহাফেজখনায়


উত্তর : ঘ) জাতীয় মহাফেজখানায়




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন