ফিউজ কী ? ইলেকট্রিক ফিউজের কার্যনীতি লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর ফিউজ কী ইলেকট্রিক ফিউজের কার্যনীতি লেখাে fiuj ki electric fiujer karjoniti lekho


উত্তর : ইলেকট্রিক ফিউজ হল টিন ও সিসার সংকর ধাতুর ( টিন 25 % , সিসা 75 % ) তৈরি এক ধরনের কম গলনাঙ্ক বিশিষ্ট তার । একটি চিনামাটি বা প্লাস্টিকের হােল্ডারে তারটিকে যুক্ত করে বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাগানাে হয় । 

ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয় । ফিউজ তার একটি নির্দিষ্ট মানের বেশি তড়িৎপ্রবাহ বহন করতে পারে না । কোনাে কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎপ্রবাহ এই নির্দিষ্ট মানের থেকে হঠাৎ বেড়ে গেলে তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয় ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন