তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখাে tejoskriyotar boishistoguli lekho


উত্তর : তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি হল —  

(১) তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ও বিরামহীনভাবে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তা ভেদন ক্ষমতাসম্পন্ন । এই রশ্মি অস্বচ্ছ কাগজ বা খুব পাতলা ধাতব পাত সহজেই ভেদ করতে পারে । 

(২) তাপ , চাপ , আলাে , তড়িৎক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোনাে কিছুর প্রয়ােগে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন প্রভাবিত হয় না । 

(৩) তেজস্ক্রিয় মৌলগুলির রাসায়নিক পরিবর্তন হয়ে অন্য যৌগ গঠন করলেও তার তেজস্ক্রিয় ধর্মের পরিবর্তন হয় না । 

(৪) কোনাে মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা , এর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের কোনাে সম্পর্ক নেই । 

(৫) তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয় । অর্থাৎ নিউক্লিয়াসে প্রােটন ও নিউট্রন সংখ্যার পরিবর্তন হয় তাই নতুন মৌল উৎপন্ন হয় ।


(৬) তেজস্ক্রিয় রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে এবং এটির ফোটোগ্রাফিক প্লেটের ওপর প্রভাব আছে ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন