নষ্ট ভােল্ট কী ? নষ্ট ভােল্টর উৎপত্তির কারণ কী ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর নষ্ট ভােল্ট কী নষ্ট ভােল্টর উৎপত্তির কারণ কী noshto volt ki noshto voltor utpottir karon ki

উত্তর : সমগ্র তড়িৎবর্তনীতে বহির্বর্তনীর রােধ ও অন্তর্বর্তনীর রােধের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের সময় এই রােধগুলিকে অতিক্রম করতে প্রতিটি তড়িদাধানকে কিছু কাজ করতে হয় । অর্থাৎ প্রতিটি রােধের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের সময় কিছু তড়িৎশক্তি অন্য কোনাে শক্তিতে রূপান্তরিত হয় । অন্তর্বর্তনীতে এই রূপান্তরিত শক্তি হল তাপশক্তি , যা আমরা কোনাে ব্যাবহারিক কাজে লাগাতে পারি না । তড়িৎকোশের মধ্যে এই অপচয়ী শক্তিকেই নষ্ট ভােল্ট বলা হয় । 


 তড়িৎকোশের অভ্যন্তরীণ রােধের উপস্থিতিই হল নষ্ট ভােল্টের উৎপত্তির কারণ ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন