মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ২

 

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ২ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Geography Question Bank Part2 Madhyamik test papers


                         বিভাগ - ক


১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১। বহিজাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশী প্রভাব ফেলে ?


ক) হিমবাহ 


খ) বায়ু 


গ) নদী


ঘ) সমুদ্রতরঙ্গ


১.২। মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ?


ক) বোলসন 


খ) প্লায়া 


গ) ওয়াদি 


ঘ) এর কোনোটিই নয় 


১.৩। “ ওজোন স্তর ” দেখা যায় বায়ু মন্ডলের নিম্নলিখিত স্তরে ?


ক) ট্রপোস্ফিয়ার 


খ) স্ট্রাস্ফিয়ার


গ) আয়োনোস্ফিয়ার


ঘ) মেসোস্ফিয়ার


১.৪। হিমবাহের ওপর অনেকগুলি সমান্তরাল ফাটল কে বলে ?


ক) গ্রাবরেখা 


খ) এসকার


গ) ভ্যালিট্রেন 


ঘ) ক্রেভাস


১.৫। পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো ?


ক) চিনুক 


খ) পম্পেরো


গ) ফন 


ঘ) লু 

১.৬। মরা কোটাল হয় ?


ক) পূর্ণিমা 


খ) শুক্ল পক্ষের অষ্টমী


গ) কৃষ্ণ পক্ষের অষ্টমী 


ঘ) শুক্ল ও কৃষ পক্ষের অষ্টমী তিথিতে 


১.৭। সংগৃহীত পৌর বজ্র শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে ?


ক) ল্যান্ডফিলিং


খ) কম্পোস্টিং


গ) নিষ্কাশন 


ঘ) স্ক্রাবার 


১.৮। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম ?


ক) নেপাল 


খ) ভুটান 


গ) শ্রীলংকা 


ঘ) মালদ্বীপ


১.৯। গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত মাটিকে বলে ?


ক) ভাবর


খ) ভুর


গ) খাদার 


ঘ) ভাঙ্গর


১.১০। উৎস অঞ্চলে ব্রহ্ম পুত্র যে নামে পরিচিত ?


ক) মানস


খ) সাংপো


গ) যমুনা 


ঘ) সুবর্নসিরি

১.১১। ভারতের অধিকাংশ স্থান যে মৃত্তিকা দ্বারা আবৃত ?


ক) পলি মৃত্তিকা


খ) লোহিত মৃত্তিকা


গ) ল্যাটেরাইট মৃত্তিকা


ঘ) কৃষ্ণ মৃত্তিকা


১.১২। ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্যটি হলো ?


ক) পশ্চিমবঙ্গ


খ) কর্ণাটক 


গ) অসম 


ঘ) তামিলনাড়ু


১.১৩। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ ?


ক) NH2


খ) NH3


গ) NH5


ঘ) NH7


১.১৪। আন্তর্জাতিক সিরিজ মান চিত্রের স্কেল হলো ?


ক) ১:১০,০০,০০০


খ) ১:২৫০,০০০


গ) ১:২০০০০০


ঘ) ১:৫০,০০০

 




                          বিভাগ - খ 


২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।


        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.১.১। ক্যানিয়ন “V” আকৃতির হয় ।


২.১.২। জলীয় বাষ্প পূর্ণ বায়ুর চাপ কম ।


২.১.৩। মৌসুমী জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় ।


২.১.৪। বায়ুর আদ্রতা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ।


২.১.৫। রডোড্রোনড্রন বৃক্ষে শ্বাসমূল লক্ষ্য করা যায় ।


২.১.৬। বেঙ্গালুরু হল ভারতের সিলিকন ভ্যালি ।


২.১.৭। টোপোগ্রাফিক্যাল মানচিত্র হল বৃহৎ স্কেলের মানচিত্র ।



২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.২.১। গঙ্গা নদীর প্রধান উপনদী __________।


২.২.২। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম ________।


২.২.৩। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির চেয়ে বেশি ________হয় ।


২.২.৪। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে ______জোয়ার হয় ।


২.২.৫। অকেজো মোবাইল হল ________বজ্রের উদাহরণ ।


২.২.৬। হিমালয় পর্বতমালার নবীনতম অংশটি _________নামে পরিচিত ।


২.২.৭। ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতের ___________রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি ।


২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 


   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.৩.১। কি পদ্ধতির দ্বারা বরফগলা জলকণা তুষার কর্নায় পরিণত হয় ?


২.৩.২। বায়ুমন্ডলের ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় ?


২.৩.৩। সমুদ্রস্রোত কয় প্রকার ও কি কি ?


২.৩.৪। ভারতের দুটি আগ্নেয়গিরির নাম উল্লেখ করো ?


২.৩.৫। কোন বজ্রের প্রভাবে মিনামাটা রোগ হয় ?


২.৩.৬। কোন অরন্য চিরগোধূলির অরন্য নামে পরিচিত ?


২.৩.৭। কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত ?


২.৩.৮। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি ?



২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 


বামদিক ডানদিক
২.৪.১. শিবসমুদ্র (a) উত্তরপ্রদেশ
২.৪.২. মরমৃত্তিকা (b) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার
২.৪.৩. আখরাজ্য (c) কাবেরী
২.৪.৪. কোয়েম্বাটোর (d) সিরোজেম


                          বিভাগ - গ 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 


( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। “ নুনাটকর্স ” কি ?


৩.২। হ্যারিকেন কি ?


৩.৩। জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে ?


৩.৪। নিত্যবহ খাল কাকে বলে ?


৩.৫। সবুজ বিপ্লবের দুটি সুফল আলোচনা করো ।


৩.৬। দূর সংবেদন কাকে বলে ?




                          বিভাগ - ঘ 


৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 


৪.১। ড্রামলিন ও রসে মোতানের মধ্যে পার্থক্য নির্ণয় করো ।


৪.২। অবস্থার ওপর ভিত্তি করে বজ্রের শ্রেণীবিভাগ করো ।


৪.৩। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে সৃষ্ট সমস্যাগুলি কি কি ?


৪.৪। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।



                          বিভাগ - ঙ


৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.১.১। নদীর ক্ষয়জাত ভূমিরূপ গুলির সচিত্র বিবরণ দাও ।


৫.১.২। বায়ু চাপের নিয়ন্ত্রক গুলি সম্পর্কে আলোচনা করো ।


৫.১.৩। আদ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।


৫.১.৪। জোয়ার ভাঁটার সুবিধা ও অসুবিধা গুলো কি কি ?



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.২.১। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্ব আলোচনা করো ।


৫.২.২। ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও ।


৫.২.৩। ভারতের পশ্চিমে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি ব্যাখ্যা করো ।


৫.২.৪। ভারতের আর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যাবস্থার গুরুত্ব আলোচনা করো ।



                          বিভাগ - চ


৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও । 


৬.১। আরাবল্লী পর্বত ।


৬.২। মহানদী ।


৬.৩। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ।


৬.৪। ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ।


৬.৫। ভারতের উত্তরের পার্বত্য বনভূমি অঞ্চল ।


৬.৬। উত্তর ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল ।


৬.৭। ভারতের মূল ভুখন্ডের সর্বশেষ বিন্দু ।


৬.৮। বংগাইগাও প্রেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ।


৬.৯। বিশাখাপত্তনম বন্দর ।


৬.১০। চিল্কা হ্রদ ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন