সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবাবিবাহ আন্দোলনের মধ্যে সাদৃশ্য লেখো ।

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবাবিবাহ আন্দোলনের মধ্যে সাদৃশ্য লেখো sotidaho birodhi andolan o bidhoba bibaho andoloner modhey sadrisho lekho


উত্তর : উনিশ শতকে বাংলায় সমাজসংস্কার আন্দোলনের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দুটি দিক ছিল সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবাবিবাহের পক্ষে আন্দোলন । 


( i ) সময় : দুটি আন্দোলনই গড়ে উঠেছিল উনিশ শতকে । অর্থাৎ , যখন ভারত ব্রিটিশ রাজশক্তির পদানত ছিল ।  

( ii ) নেতৃত্ব : দুটি আন্দোলনেই নেতৃত্ব দিয়েছিলেন উচ্চবর্ণের উচ্চশিক্ষিত মানুষ । একজন ছিলেন রাজা রামমোহন রায় এবং অন্যজন ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।  

( iii ) কুসংস্কারের বিরোধিতা : দুটি আন্দোলনের লক্ষ্যই ছিল হিন্দুসমাজের প্রচলিত কুসংস্কার দূর করা । 


( iv ) উদ্দেশ্য : এ দুটি আন্দোলনের মধ্যদিয়ে উভয় সমাজসংস্কারকই চেয়েছিলেন বাংলার অবহেলিত ও বঞ্চিত নারীজাতির মুক্তি । 

( v ) সাফল্য : উভয় আন্দোলনের মধ্যদিয়ে আন্দোলনকারীরা সাফল্য লাভ করে । ব্রিটিশ সরকার আইন করে সতীদাহপ্রথার উচ্ছেদ করে এবং বিধবাবিবাহের পক্ষে রায় দেয় । 

( vi ) আইন : দুটি ক্ষেত্রেই দুটি আলাদা আইন প্রণয়ন হয় । একটি সপ্তদশ বিধি (১৮২৯ খ্রিস্টাব্দ ) এবং অন্যটি পঞ্চদশ আইন ( ১৮৫৬ খ্রিস্টাব্দ ) । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন