সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর songskar boishisto o porjalochona


১। মধ্যবিত্ত কথাটির প্রথম উল্লেখ পাওয়া যে পত্রিকায় , সেটি হল ? 

ক) বঙ্গদূত 

খ) বঙ্গদর্শন

গ) বঙ্গদর্পণ

ঘ) বঙ্গদেশ 


উত্তর : ক) বঙ্গদূত

২। বামাবোধিনি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ? 

ক) উমেশচন্দ্র দত্ত

খ) শিশিরকুমার ঘোষ 

গ) সন্তোষকুমার দত্ত 

ঘ) দ্বারকনাথ বিদ্যাভূষণ


উত্তর : ক) উমেশচন্দ্র দত্ত

৩। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ? 

ক) রামমোহন রায় 

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

গ) মার্শম্যান

ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত 


উত্তর : গ) মার্শম্যান

৪। সম্বাদ প্রভাকর প্রকাশ করেন ? 

ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত 

খ) রামমোহন রায়

গ) দীনবন্ধু মিত্র 

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


উত্তর : ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

৫। নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন ? 

ক) বিদ্যাসাগর 

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ) রামমোহন রায় 

ঘ) দীনবন্ধু মিত্র 


উত্তর : ঘ) দীনবন্ধু মিত্র

৬। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন ? 

ক) কালীপ্রসন্ন সিংহ

খ) মাইকেল মধুসূদন দত্ত 

গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

ঘ) রেভারেন্ড জেমস লঙ


উত্তর : ঘ) রেভারেন্ড জেমস লঙ

৭। হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটির লেখক ?

ক) কালীপ্রসন্ন সিংহ

খ) ভুবনচন্দ্র মুখোপাধ্যায়

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) অমৃতলাল বসু 


উত্তর : ক) কালীপ্রসন্ন সিংহ

৮। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল ? 

ক) প্যাঁচা 

খ) হুতোম 

গ) কালী

ঘ) হুতোম প্যাঁচা


উত্তর : ঘ) হুতোম প্যাঁচা

৯। ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হত ? 

ক) ফোর্ট উইলিয়াম কলেজকে 

খ) হিন্দু কলেজকে 

গ) প্রেসিডেন্সি কলেজকে 

ঘ) সংস্কৃত কলেজকে 


উত্তর : ক) ফোর্ট উইলিয়াম কলেজকে

১০। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৮১৮ খ্রিস্টাব্দে 

খ) ১৮২০ খ্রিস্টাব্দে

গ) ১৮২২ খ্রিস্টাব্দে

ঘ) ১৮২৪ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৮১৮ খ্রিস্টাব্দে

১১। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠাতা করেন ? 

ক) ডেভিড হেয়ার 

খ) উইলিয়াম কেরি 

গ) আলেকজান্ডার ডাফ

ঘ) চার্লস উড


উত্তর : খ) উইলিয়াম কেরি

১২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন ? 

ক) আনন্দমঠ 

খ) বিষবৃক্ষ

গ) বর্ণপরিচয়

ঘ) মায়ার খেলা


উত্তর : গ) বর্ণপরিচয়

১৩। স্কটিশ চার্চ কলেজের পূর্বনাম ছিল ? 

ক) হিন্দু কলেজ 

খ) সংস্কৃত কলেজ 

গ) বেথুন কলেজ 

ঘ) জেনারেল অ্যাসেম্বিজ ইস্টিটিটিউশন


উত্তর : ঘ) জেনারেল অ্যাসেম্বিজ ইস্টিটিটিউশন

১৪। রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন ? 

ক) বাহাদুর শাহ

খ) জাহান্দার শাহ

গ) ফারুখশিয়ার 

ঘ) দ্বিতীয় আকবর 


উত্তর : ঘ) দ্বিতীয় আকবর

১৫। হিন্দু কলেজের বর্তমান নাম ? 

ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

খ) সংস্কৃত কলেজ 

গ) বেথুন কলেজ 

ঘ) বিদ্যাসাগর কলেজ 


উত্তর : ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

১৬। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ? 

ক) ১৭১৩ খ্রিস্টাব্দে 

খ) ১৮১৬ খ্রিস্টাব্দে

গ) ১৮১৮ খ্রিস্টাব্দে

ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

১৭। সতীদাহ প্রথার অবসান ঘটে ? 

ক) ১৮২০ খ্রিস্টাব্দে

খ) ১৮২২ খ্রিস্টাব্দে

গ) ১৮২৪ খ্রিস্টাব্দে

ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে

১৮। অ্যাকাডেমিক অ্যাকোসিয়েশনের মুখপত্রের নাম ছিল ? 

ক) হিন্দু প্রাট্রিয়ট

খ) তত্ত্ববোধিনি পত্রিকা 

গ) এথেনিয়াম

ঘ) বাঙাল গেজেটি 


উত্তর : গ) এথেনিয়াম

১৯। ডিরোজিয়োর অনুগামীদের বলা হত ? 

ক) নব্য ভারতীয় গোষ্ঠী 

খ) নব্য ইতালীয় গোষ্ঠী 

গ) নব্যবঙ্গীয় গোষ্ঠী 

ঘ) নব্য ইঙ্গ ভারতীয় গোষ্ঠী 


উত্তর : গ) নব্যবঙ্গীয় গোষ্ঠী

২০। বিধবাবিবাহ আইন পাস হয়েছিল ?

ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে 

খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৮৬ খ্রিস্টাব্দে


উত্তর : খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

২১। বিধবাবিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ? 

ক) লর্ড ক্যানিং 

খ) লর্ড রিপন 

গ) ওয়ারেন হেস্টিংস 

ঘ) লর্ড ডাফরিন


উত্তর : ক) লর্ড ক্যানিং

২২। ‘ব্রহ্মানন্দ’ উপাধিতে ভূষিত হন ? 

ক) রাজনারায়ন বসু 

খ) নবগোপাল মিত্র 

গ) কেশবচন্দ্র সেন

ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর


উত্তর : গ) কেশবচন্দ্র সেন

২৩। নববিধান সভা প্রতিষ্ঠা করেন ? 

ক) দয়ানন্দ সরস্বতী 

খ) কেশবচন্দ্র সেন

গ) স্বামী বিবেকানন্দ

ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর


উত্তর : খ) কেশবচন্দ্র সেন

২৪। সর্বধর্ম সম্বয়ের আদর্শ প্রচার করেন ? 

ক) বিজয়কৃষ্ণ গোস্বামী 

খ) স্বামী বিবেকানন্দ

গ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের 

ঘ) রামমোহন রায়কে


উত্তর : গ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব

২৫। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল ? 

ক) ১৮৯৭ খ্রিস্টাব্দে 

খ) ১৮৯৮ খ্রিস্টাব্দে 

গ) ১৮৯৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে 


উত্তর : ক) ১৮৯৭ খ্রিস্টাব্দে

২৬। লালন ফকিরের গানগুলি যে পত্রিকায় প্রকাশিত হয় তাহলে ? 

ক) প্রবাসী 

খ) অমৃতবাজার 

গ) সম্বাদ প্রভাকর 


ঘ) তত্ত্ববোধিনি


উত্তর : ক) প্রবাসী

২৭। হিন্দুমেলার পূর্ব নাম ছিল ? 

ক) বসন্ত মেলা 

খ) বৈশাখী মেলা

গ) চৈত্র মেলা 

ঘ) ফাগুন মেলা 


উত্তর : গ) চৈত্র মেলা 








একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন