বিশ শতকের ভারতের কৃষক , শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers বিশ শতকের ভারতের কৃষক , শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নোত্তর bish shotoker bharater krishok shromik o bamponthi andolon boishisto o porjalochona


১। একা আন্দোলন ঘটেছিল ? 

ক) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন চলাকালে

খ) অসহযোগ আন্দোলন চলাকালে

গ) আইন অমান্য আন্দোলন চলাকালে

ঘ) ভারত ছাড়ো আন্দোলন চলাকালে


উত্তর : খ) অসহযোগ আন্দোলন চলাকালে

২। বাবা রামচন্দ্র কৃষক অন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ? 

ক) বিহারে 

খ) যুক্তপ্রদেশ

গ) রাজস্থানে 

ঘ) মহারাষ্ট্র 


উত্তর : খ) যুক্তপ্রদেশ

৩। একা আন্দোলনের নেতা ছিলেন ? 

ক) মাদারি পাশি 

খ) ড. আম্বেদকর 

গ) মহাত্মা গান্ধী

ঘ) রাজেন্দ্রপ্রসাদ 


উত্তর : ঘ) রাজেন্দ্রপ্রসাদ 

৪। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল ? 

ক) মুম্বাইতে

খ) পাঞ্জাবে

গ) মাদ্রাজে

ঘ) গুজরাটে


উত্তর : ঘ) গুজরাটে

৫। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় ? 

ক) মালাবার অঞ্চলে 

খ) কঙ্কন উপকূলে 

গ) ওড়িশায় 

ঘ) গোদাবরী উপত্যকায় 


উত্তর : ঘ) গোদাবরী উপত্যকায়

৬। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ? 

ক) বাংলার কৃষক শ্রেণী 

খ) মধ্যবিত্ত শ্রেণী 

গ) জমিদার শ্রেণী 

ঘ) ছাত্রসমাজ 


উত্তর : ক) বাংলার কৃষক শ্রেণী 

৭। বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় ? 

ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে

খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

ঘ) এদের কোনোটিই নয়


উত্তর : ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে

৮। ‘বুড়িমা’ খ্যাত নেত্রী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল ? 

ক) একতা

খ) তেভাগা 

গ) বারদৌলী

ঘ) রম্পা


উত্তর : খ) তেভাগা 

৯। ‘নিজ খামারে ধান তোলো’ কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত ? 

ক) তেভাগা 

খ) চম্পারণ

গ) খেড়া

ঘ) আইন অমান্য 


উত্তর : ক) তেভাগা 

১০। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন ছিল ? 

ক) কলকাতা লেবার ইউনিয়ন 

খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

গ) মুম্বাই লেবার ইউনিয়ন

ঘ) দিল্লি লেবার ইউনিয়ন


উত্তর : খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

১১। AITUC প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৯২০ খ্রিস্টাব্দে 

খ) ১৯২১ খ্রিস্টাব্দে

গ) ১৯২২ খ্রিস্টাব্দে

ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৯২০ খ্রিস্টাব্দে

১২। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতারের সংখ্যা ? 

ক) ২০ জন 

খ) ৩৩ জন

গ) ৪০ জন

ঘ) ৫০ জন


উত্তর : খ) ৩৩ জন

১৩। CSP এর সম্পূর্ন নাম ? 

ক) Congress Socialist Party

খ) Communist Social Party

গ) Communal Party

ঘ) Congress Social Party


উত্তর : ক) Congress Socialist Party

১৪। ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ? 

ক) কংগ্রেস সমাজতান্ত্রিক দল 

খ) সি পি আই দল 

গ) যুগান্তর দল 

ঘ) সি পি আই ( এম) দল 


উত্তর : খ) সি পি আই দল 

১৫। CPI দল দ্বিধাবিভক্ত হয় ? 

ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে

খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে

গ) ১৯৬৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন