সংঘবদ্ধতার গোঁড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers সংঘবদ্ধতার গোঁড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্নোত্তর songhobodhotar gorar kotha boishisto o bishleshon



১। সিপাহি বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন ? 

ক) ডিসলেরি

খ) চার্লস রেকস

গ) কার্ল মার্কস

ঘ) বিনায়ক দামোদর সাভারকার


উত্তর : ঘ) বিনায়ক দামোদর সাভারকার

২। মহারানির ঘোষণাপত্র ( ১৮৫৮ খ্রিস্টাব্দে ) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন ? 

ক) লর্ড ডালহৌসি 

খ) লর্ড ক্যানিং 

গ) লর্ড বেন্টিংক

ঘ) লর্ড মাউনটব্যাটেন


উত্তর : খ) লর্ড ক্যানিং

৩। ভরতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ? 

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে 

খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে


উত্তর : খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

৪। ভারতের ‘সভা সমিতির যুগ’ বলা হয় ? 

ক) আঠারো শতককে

খ) উনিশ শতককে

গ) বিশ শতককে

ঘ) একুশ শতককে


উত্তর : খ) উনিশ শতককে

৫। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ? 

ক) জমিদার সভা

খ) ভারত সভা 

গ) ইন্ডিয়ান লিগ

ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা 


উত্তর : ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা 

৬। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৭৩৮ খ্রিস্টাব্দে 

খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে 

গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে 


উত্তর : খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

৭। হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন ? 

ক) নবগোপাল মিত্র 

খ) রবীন্দ্রনাথ ঠাকুর 

গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

ঘ) অরবিন্দ ঘোষ


উত্তর : ক) নবগোপাল মিত্র

৮। হিন্দুমেলা পূর্বে যে নামে পরিচিত ছিল তাহল ? 

ক) ব্রাহ্মমেলা 

খ) গ্রামীণ মেলা

গ) ভারত মেলা

ঘ) চৈত্র মেলা


উত্তর : ঘ) চৈত্র মেলা

৯। বাংলার ‘মুকুটহীন রাজা’ বলা হত ? 

ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে 

খ) সতীশচন্দ্র বন্দোপাধ্যায়কে 

গ) রামতনু লাহিড়ীকে 

ঘ) বিপিনচন্দ্র পালকে 


উত্তর : ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

১০। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৮৮২ খ্রিস্টাব্দে 

খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে


উত্তর : খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

১১। বন্দেমাতরম সংগীতটি রচনা করেন ? 

ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

খ) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) রজনীকান্ত সেন 

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 


উত্তর : ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২। বন্দেমাতরম সংগীতটি ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ? 

ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে

খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে

গ) ১৯০০ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে


উত্তর : ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

১৩। বর্তমান ভারত রচনা করেন ? 

ক) স্বামী দয়ানন্দ সরস্বতী

খ) স্বামী সহজানন্দ

গ) স্বামী অভেদানন্দ 

ঘ) স্বামী বিবেকানন্দ


উত্তর : ঘ) স্বামী বিবেকানন্দ

১৪। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন ? 

ক) রথীন্দ্রনাথ ঠাকুরকে 

খ) স্বামী বিবেকানন্দকে 

গ) মঙ্গল পান্ডেকে 

ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে


উত্তর : ক) রথীন্দ্রনাথ ঠাকুরকে 

১৫। ভারতমাতা চিত্রটি আঁকেন ? 

ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 

খ) রবীন্দ্রনাথ ঠাকুর 

গ) নন্দলাল বসু 

ঘ) গোগণেন্দ্রনাথ ঠাকুর


উত্তর : ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

১৬। ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

গ) ১৯০৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে


উত্তর : গ) ১৯০৭ খ্রিস্টাব্দে


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন