লোহাচড়া , নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর লোহাচড়া , নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করো lohachora newmur diper bortoman sombondhe alochona koro


উত্তর :  সুন্দরবন অঞ্চলের তিনটি দ্বীপ হল –লোহাচড়া , নিউমুর এবং ঘোড়ামারা , যা 102 টি দ্বীপের অন্যতম । এগুলির সম্বন্ধে আলোচনা করা হল — 

লোহাচড়া : এই দ্বীপটি (21° 54 উত্তর এবং 88 °660 পূর্ব) সুন্দরবন জাতীয় উদ্যানের কাছে অবস্থিত । 1980 খ্রিস্টাব্দে এবং 2006 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দ্বীপটি নিমজ্জিত হয় । এপ্রিল , 2009 খ্রিস্টাব্দে দ্বীপটি পুনরায় জেগে ওঠে । এখানে প্রায় 6 হাজার লোক বাস করত । বিপর্যয়ের জন্য এই দ্বীপে বসবাসকারী মানুষদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয় । বিজ্ঞানীরা মনে করেন , বদ্বীপ ক্ষয়, সাইক্লোন , জলোচ্ছ্বাস , সমুদ্রের জলতল বৃদ্ধি ইত্যাদি কারণে এই অঞ্চলের ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে । 

নিউমুর : পূর্বাশা বা নিউমুর ( 21° 37 উত্তর , 89 ° 08′30 পূর্ব ) সুন্দরবন অঞ্চলের একটি বিপন্ন বদ্বীপ । এটি হাড়িয়াভাঙা নদীর মুখ থেকে 2 মিলোমিটারের মধ্যে অবস্থিত বসতিহীন একটি দ্বীপ । আমেরিকার উপগ্রহ মারফত এটি আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে ।এর আয়তন 10 হাজার বর্গকিমি । প্রতি বছর বন্যায় দ্বীপটি পলিসমৃদ্ধ হচ্ছে । 1981 খ্রিস্টাব্দে এটি ভারতের অন্তর্ভুক্ত হয় । বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে ফলে এই দ্বীপের প্রায় 5 বর্গকিমি অঞ্চল জলের তলায় নিমজ্জিত হয়েছে । 2015 খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্ত জলোচ্ছ্বাসে 2 বর্গ কিলোমিটার জমিক্ষয় হয়েছে এবং বদ্বীপ ক্ষয়ের ফলে শীঘ্রই জলের তলায় চলে যাবে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের গবেষক সুগত হাজরা বলেছেন , ইতিমধ্যে ঘোড়ামারা দ্বীপের অর্ধেকাংশ জলের তলায় নিমজ্জিত হয়েছে । 

 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন