উত্তর : রাসায়নিক সমীকরণ থেকে রাসায়নিক বিক্রিয়ার গুণগত ও পরিমাণগত বিভিন্ন তথ্য পাওয়া যায় ।
গুণগত তথ্য : রাসায়নিক বিক্রিয়ায় কী কী বিক্রিয়ক পদার্থ ( মৌল বা যৌগ ) বিক্রিয়া করে কী কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তা জানা যায় ।
পরিমাণগত তথ্য : (১) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা জানা যায় । (২) কত ভাগ ওজনের বিক্রিয়ক পরম্পর বিক্রিয়া করে কত ভাগ ওজনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির ওজনগত সম্পর্ক জানা যায় ( এখানে ওজন বলতে প্রকৃতপক্ষে ভরকেই বােঝানাে হয়েছে ) । (৩) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে একই চাপ ও উষ্ণতায় ওদের আয়তনের অনুপাত অর্থাৎ আয়তনমাত্রিক সম্পর্ক জানা যায় ।