সাইটোকাইনেসিস কাকে বলে ? উদ্ভিদকোশের এবং প্রাণীকোশের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করাে ।

মাধ্যমিক দশম টেন জীবন বিজ্ঞান madhyamik class 10 x life Sciences questions answers প্রশ্নোত্তর সাইটোকাইনেসিস কাকে বলে উদ্ভিদকোশের এবং প্রাণীকোশের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করাে saitokainesis kake bole udvidkosher abong pranikosher saitokainesis poddhoti bornona koro



উত্তর : যে প্রক্রিয়ায় কোশের সাইটোপ্লাজম সমান দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে , তাকে সাইটোকাইনেসিস বলে । প্রকৃতপক্ষে টেলােফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয় এবং এই দশাতেই তা সম্পূর্ণ হয় । 


[         ] উদ্ভিদ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিস : উদ্ভিদকোশের ও প্রাণীকোশের সাইটোকাইনেসিস পদ্ধতি নীচে বর্ণনা করা হল । 

( ১ ) উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস : [ i ] টেলােফেজের শেষ পর্যায়ে কোশের বিষুব অঞ্চল বরাবর মাইক্রোটিউবিউল সঞ্চিত হয়ে ফ্র্যাগমােপ্লাস্ট নামক গঠন সৃষ্টি করে । এই স্থানে গলগি বস্তুগুলি জমা হয় এবং পরস্পর মিলিত হয়ে দুটি কোশপর্দা গঠন করে । [ ii ] এইসময় ফ্র্যাগমােপ্লাস্ট পরিবর্তিত হয়ে কোশপাত বা সেলপ্লেট গঠন করে । এই সেলপ্লেট পরে মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলাতে পরিবর্তিত হয় । এটি প্রধানত ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম পেটেট দ্বারা গঠিত । [ iii ] মধ্যচ্ছদার উভয়পার্শ্বে সেলুলােজ , ক্যালােজ , হেমিসেলুলােজ প্রভৃতি উপাদান সঞ্জিত হয়ে প্রাথমিক কোষপ্রাচীর তৈরি করে । [  iv ] এইভাবে সৃষ্ট কোশপর্দাসহ কোশপ্রাচীর কোশের মাঝবরাবর বিস্তৃত হয় ও শেষপর্যন্ত সাইটোপ্লাজমসহ দুটি অপত্য কোশকে সম্পূর্ণ পৃথক করে । 

( ২ ) প্রাণীকোশের সাইটোকাইনেসিস : [ i ] প্রাণীকোশে টেলােফেজ দশার শুরুতেই সাইটোকাইনেসিস শুরু হয় । কোশের মাঝ বরাবর অঞ্চলে দু-পাশ থেকে কোশপর্দা সংকুচিত হয়ে খাঁজ বা ফারাে গঠন করে । অ্যাকটিন ও মায়ােসিন প্রােটিন নির্মিত অণুনালিকা কোশপর্দার নীচে সঞ্জিত হয়ে মিডবডি গঠন করে । এদের আন্তঃক্রিয়ার ফলে সংকোচন বলের সৃষ্টি হয়, যার ফলে কোশপর্দায় খাঁজ সৃষ্টি হয় । [ i i ] এই খাঁজ বা ফারাে ভিতরের দিকে ক্রমশ বিস্তৃত হয়ে পরস্পরকে স্পর্শ করলে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয় । [ iii ] এর ফলে সমগুণসম্পন্ন , সমান আকারের দুটি অপত্য কোশের সৃষ্টি হয় । প্রাণীকোশে সাইটোকাইনেসিস পদ্ধতিকে ক্লিভেজ বা ফারােয়িং বলে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন