উত্তর : একটি বৈদ্যুতিক মােটরের মূল অংশগুলি হল— ক্ষেত্ৰচুম্বক , আর্মেচার , কম্যুটেটর , ব্রাশ ,
ক্ষেত্ৰচুম্বক : এটি একটি শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি তড়িৎচুম্বক । একক দৈর্ঘ্যে তারের পাকসংখ্যা বাড়িয়ে বা তড়িৎপ্রবাহ বাড়িয়ে চুম্বকের শক্তি প্রয়ােজনমতাে বৃদ্ধি করা যায় ।
আর্মেচার : ক্ষেত্ৰচুম্বকের মেরু দুটির মাঝে এটি একটি অন্তরিত তামার তারের আয়তাকার কুণ্ডলী ABCD । কুণ্ডলীটি নরম লােহার চোঙের ওপর জড়ানাে থাকে । কুণ্ডলীটি D এমনভাবে রাখা থাকে যাতে কুণ্ডলীর AB ও CD বাহু B2 চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকে ।
কম্যুটেটর : আর্মেচারের দুটি প্রান্ত পিতলের তৈরি দুটি অর্ধবলয় E ও F এর সঙ্গে যুক্ত । একে কম্যুটেটর বলা হয় । আর্মেচার ঘুরলে অর্ধবলয় দুটিও একই সঙ্গে ঘােরে ।
ব্রাশ : অর্ধবলয় দুটির বাইরের অংশ দুটি কার্বন ব্রাশ B¹ ও B² , - এর সঙ্গে স্পর্শ করে থাকে । ব্রাশ দুটির সঙ্গে পরিবাহী তার দিয়ে একটি ব্যাটারি ও সুইচ যুক্ত করা হয় ।