dc ডায়নামাের কার্যপ্রণালী সংক্ষেপে লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর dc ডায়নামাের কার্যপ্রণালী সংক্ষেপে লেখাে dc daynamor karjopronali songkhepe lekho


উত্তর : আর্মেচারের আবর্তনের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যুক্ত কম্যুটেটর এবং ব্রাশ দুটির পর্যায়ক্রমে সংযােগ ঘটতে থাকে । B¹ ও B² , ব্রাশের সঙ্গে বহির্বর্তনীতে R রােধ যুক্ত করা হয় । এবার কুণ্ডলীটি ঘুরতে থাকলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় । ফলে কুণ্ডলীতে তড়িৎচালক বলের আবেশ ঘটে এবং বর্তনীতে তড়িৎপ্রবাহ চলে । কুণ্ডলীটি ঘুরতে ঘুরতে যখন খাড়া হয় তখন AB বাহু নীচে ও CD বাহু ওপরে থাকে । এখন গতিজাড্ডর জন্য AB বাহু ওপরের দিকে ও CD বাহু নীচের দিকে নামতে চায় ।তখন R¹ , পাত B² , ব্রাশের সঙ্গে ও R² , পাত B¹ ব্রাশের সংস্পর্শে আসে । ফলে তড়িৎপ্রবাহের  অভিমুখ যে মুহূর্তে পরিবর্তিত হতে যাবে , ঠিক তখনই ব্রাশ দুটির সঙ্গে কম্যুটেটরের পরিবর্তন হবে । সুতরাং , প্রতিটি পূর্ণ আবর্তনের জন্য বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ একই দিকে হবে । তবে এই প্রবাহ একমুখী হলেও সময়ের সঙ্গে তড়িৎচালক বলের মানের হ্রাসবৃদ্ধি ঘটে । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন