১। STP তে 0.5 mol CO² এর আয়তন ?
ক) 0.5L
খ) 11.2L
গ) 112L
ঘ) 22.4L
উত্তর : খ) 11.2L
২। ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে ?
ক) হ্রাস পায়
খ) বৃদ্ধি পায়
গ) একই থাকে
ঘ) হ্রাস পায় ও বৃদ্ধি পায়
উত্তর : গ) একই থাকে
৩। 2 মোল N² এর সঙ্গে 6 মোল H² এর বিক্রিয়ায় উৎপন্ন NH³ গ্যাসের মোল সংখ্যা ?
ক) 6 মোল
খ) 2 মোল
গ) 8 মোল
ঘ) 4 মোল
উত্তর : ঘ) 4 মোল
৪। বায়ুর গড় বাষ্পঘনত্ব ?
ক) 14.4
খ) 16.5
গ) 17.2
ঘ) 20.1
উত্তর : ক) 14.4
৫। গ্যাসীয় পদার্থের আণবিক ভর ( M ) ও বাষ্প ঘনত্বের ( D ) সঠিক সম্পর্ক ?
ক) 2M = D
খ) M = D²
গ) M = 3D
ঘ) M = 2D
উত্তর : ঘ) M = 2D
৬। একটি গ্যাসের আণবিক ভর 46 হলে তার বাষ্পঘনত্ব ?
ক) 23u
খ) 23amu
গ) 23g
ঘ) 23
উত্তর : ঘ) 23
৭। সালফার ট্রাইঅক্সাইডের বাষ্পঘনত্বের হল ?
ক) 40
খ) 32
গ) 36
ঘ) 80
উত্তর : ক) 40
৮। মিথেনের আণবিক ওজন 16, নীচের কোনটি এর বাষ্পঘনত্ব ?
ক) 22.4
খ) 8
গ) 16
ঘ) 32
উত্তর : খ) 8
৯। O³ গ্যাসের বাষ্পঘনত্ব ?
ক) 16
খ) 32
গ) 24
ঘ) 8
উত্তর : গ) 24
১০। STP তে 2.8g ইথিলিনের আয়তন ?
ক) 224L
খ) 22.4L
গ) 2.24L
ঘ) 0.224L
উত্তর : গ) 2.24L
১১। একটি ত্রিপারমাণবিক মৌলিক গ্যাসের বাষ্পঘনত্ব 24,ওর পারমাণবিক গুরুত্ব ?
ক) 48
খ) 24
গ) 8
ঘ) 16
উত্তর : ঘ) 16
১২। 1 মোল C, 1 মোল O² এর সঙ্গে সম্পূর্নভাবে বিক্রিয়া করলে CO² এর কতগুলি অণু উৎপন্ন হবে ?
ক) 6.022× 20²³
খ) 1.806×10²⁴
গ) 6.022×10²²
ঘ) 6.022×10²⁴
উত্তর : ক) 6.022× 20²³
১৩। পৃথিবীর লোকসংখ্যা যদি 7×10⁹ হয় , তবে পৃথিবীতে যত মোল লোক আছে তা হল ?
ক) 6.022×10–¹⁴
খ) 1.16×10–²³
গ) 1.16×10–¹⁴
ঘ) 1
উত্তর : গ) 1.16×10–¹⁴
১৪। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে , তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?
ক) CO²
খ) C²H⁴
গ) C²H⁶
ঘ) C²H²
উত্তর : ঘ) C²H²
১৫। CO গ্যাসের বাষ্পঘনত্বের সঙ্গে সমান বাষ্পঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হল ?
ক) O²
খ) N²
গ) H²
ঘ) Cl²
উত্তর : খ) N²
১৬। 5 mol জলের তড়িদবিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ ?
ক) 4g
খ) 5g
গ) 20g
ঘ) 10g
উত্তর : ঘ) 10g