১। চকচকে স্টিলের চামচের ভিতরের পৃষ্ট কীসের মতো আচরণ করে ?
ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পণ
ঘ) অবতল লেন্স
উত্তর : খ) অবতল দর্পণ
২। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্য বিন্দুকে বলা হয় ?
ক) উন্মেষ
খ) ফোকাস
গ) আলোককেন্দ্র
ঘ) মেরু
উত্তর : ঘ) মেরু
৩। সমতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ ?
ক) শূন্য
খ) অসীম
গ) ধনাত্বক
ঘ) ঋণাত্বক
উত্তর : খ) অসীম
৪। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : ক) একটি
৫। কোনো বিন্দু উৎস থেকে সমান্তরাল আলোকরশ্মি পাওয়ার জন্য ব্যাবহার করা হয় ?
ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পণ
ঘ) উত্তল দর্পণ বা অবতল দর্পণ
উত্তর : খ) অবতল দর্পণ
৬। আলোকের প্রতিফলনে আপতন কোণ i এবং প্রতিফলন কোণ r এর মধ্যে সম্পর্কটি হল ?
ক) i = r
খ) i < r
গ) i + r = 90⁰
ঘ) r < i
উত্তর : ক) i = r
৭। উত্তল দর্পণ সর্বদা সৎ বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে ?
ক) সৎ
খ) অসৎ
গ) সৎ ও অসৎ
ঘ) এর কোনোটিই নয়
উত্তর : খ) অসৎ
৮। সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে ?
ক) উত্তল লেন্স
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পন
ঘ) উত্তল দর্পণ
উত্তর : ঘ) উত্তল দর্পণ
৯। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে ?
ক) সৎ , বিবর্ধিত
খ) অসৎ , খর্বকায়
গ) সৎ , খর্বকায়
ঘ) অসৎ , বিবর্ধিত
উত্তর : গ) সৎ , খর্বকায়
১০। গাড়ির ভিউফাইন্ডার হিসেবে ব্যাবহৃত হয় ?
ক) অবতল দর্পণ
খ) সমতল দর্পন
গ) উত্তল দর্পণ
ঘ) কোনোটিই নয়
উত্তর : গ) উত্তল দর্পণ
১১। দন্ত চিকিৎসায় সাধারণত কী ধরনের দর্পণ ব্যাবহৃত হয় ?
ক) অবতল
খ) উত্তল
গ) সমতল
ঘ) অধিবৃত্তিয়
উত্তর : ক) অবতল
১২। স্ট্রিট লাইট প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যাবহৃত হয় ?
ক) উত্তল দর্পণ
খ) অধিবৃত্তিয় দর্পন
গ) অবতল দর্পণ
ঘ) সমতল দর্পন
উত্তর : ক) উত্তল দর্পণ
১৩। সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায় আলোর যে ধর্মের জন্য তা হল ?
ক) প্রতিসরণ
খ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
গ) প্রতিফলন
ঘ) বিক্ষেপণ
উত্তর : ক) প্রতিসরণ
১৪। বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরনে আপতন কোণ 60⁰ ও প্রতিসরণ কোণ 45⁰ হলে ?
ক) 10⁰
খ) 30⁰
গ) 15⁰
ঘ) 20⁰
উত্তর : গ) 15⁰
১৫। কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় ?
ক) 60⁰
খ) 0⁰
গ) 90⁰
ঘ) 45⁰
উত্তর : খ) 0⁰
১৬। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45⁰ ও 30⁰ হলে কৌণিক চ্যুতির মান হবে ?
ক) 75⁰
খ) 15⁰
গ) 7.5⁰
ঘ) 37.5⁰
উত্তর : খ) 15⁰
১৭। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে আরি চ্যুতি কোণ কত হবে ?
ক) 0⁰
খ) 180⁰
গ) 30⁰
ঘ) 90⁰
উত্তর : ক) 0⁰
১৮। প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতিকোন ?
ক) বাড়ে
খ) কমে
গ) প্রথমে কমে , পড়ে বাড়ে
ঘ) প্রথমে বাড়ে , পড়ে কমে
উত্তর : গ) প্রথমে কমে , পড়ে বাড়ে
১৯। লেন্সের আলোককেন্দ্র ?
ক) একটি সচল বিন্দু
খ) একটি নির্দিষ্ট বিন্দু
গ) অসীমে অবস্থিত একটি বিন্দু
ঘ) কোনো কিছুই নয়
উত্তর : খ) একটি নির্দিষ্ট বিন্দু
২০। জলের মধ্যে বায়ুর বুদবুদ কীসের ন্যায় আচরণ করে ?
ক) উত্তল দর্পন
খ) অবতল দর্পণ
গ) অভিসারী লেন্স
ঘ) অপসারী লেন্স
উত্তর : ঘ) অপসারী লেন্স
২১। লেন্সের মুখ্য ফোকাস ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : খ) দুটি
২২। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈঘ্যর কি পরিবর্তন হয় ?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) বৃদ্ধি পায়
২৩। কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?
ক) আলোককেন্দ্র
খ) অসীমে
গ) ফোকাসে
ঘ) দ্বিগুণ ফোকাস দূরত্বে
উত্তর : গ) ফোকাসে
২৪। বস্তু অপেক্ষা বড়ো অসদবিম্ব গঠিত হয় ?
ক) উত্তল লেন্সে
খ) অবতল লেন্সে
গ) সমতল লেন্সে
ঘ) উত্তল দর্পণে
উত্তর : ক) উত্তল লেন্সে
২৫। বিবর্ধক কাচের 0.1m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40cm দূরে পাওয়া গেল । এক্ষেত্রে বিবর্ধন ?
ক) 0.4
খ) 1.4
গ) 4
ঘ) 4.5
উত্তর : গ) 4