গ্যাসের আচরণ MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers গ্যাসের আচরণ MCQ প্রশ্নোত্তর gaser achoron


১। নীচের কোনটি চাপের SI একক ? 

ক) N.m²

খ) N.m–²

গ) N.m

ঘ) N


উত্তর : খ) N.m–²

২। প্রমাণ উষ্ণতার মান ? 

ক) 0 K

খ) 100 K

গ) 273 K

ঘ) 237 K


উত্তর : গ) 273 K

৩। নীচের কোনটি 303K এর সমান ? 

ক) 27⁰ C

খ) 17⁰ C

গ) 40⁰ C

ঘ) 30⁰ C


উত্তর : ঘ) 30⁰ C

৪। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি ? 

ক) আয়তন 

খ) উষ্ণতা 

গ) ভর 

ঘ) চাপ


উত্তর : গ) ভর

৫। 5 mol হাইড্রোজেন গ্যাসের ভর হল ? 

ক) 5 g

খ) 15 g

গ) 10 g

ঘ) 20 g


উত্তর : গ) 10 g

৬। আদর্শ গ্যাসের অনুগুলির শক্তি ? 

ক) শুধুমাত্র স্থিতিশক্তি 

খ) শুধুমাত্র গতিশক্তি

গ) গতিশক্তি + স্থিতিশক্তি

ঘ) গতিশক্তি - স্থিতিশক্তি


উত্তর : খ) শুধুমাত্র গতিশক্তি

৭। pV = nRT সমীকরণে কোন রাশিটি স্থির ? 

ক) p

খ) V

গ) T

ঘ) R


উত্তর : ঘ) R

৮। অ্যাভোগাড্রো সংখ্যা N হলে 1mol CO² তে পরমানুর সংখ্যা ? 

ক) N

খ) 2N

গ) 3N

ঘ) 4N


উত্তর :  গ) 3N

৯। তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব ? 

ক) নিদির্ষ্ট থাকে 

খ) হ্রাস পায় 

গ) বৃদ্ধি পায়

ঘ) অপরিবর্তিত থাকে 


উত্তর : গ) বৃদ্ধি পায়

১০। STP তে 22 g CO² গ্যাসের আয়তন হবে ?

ক) 11.2L

খ) 1.12L

গ) 23.4L

ঘ) 2.24L


উত্তর : ক) 11.2L

১১। NTP তে 67.2 L অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ? 

ক) 1

খ) 2.5

গ) 3

ঘ) 4


উত্তর : গ) 3

১২। গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি ? 

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) একই থাকে 

ঘ) শূন্য হয়


উত্তর : ক) বৃদ্ধি পায় 

১৩। গ্রাম আণবিক আয়তনের STP তে মান ? 

ক) 11.2 L

খ) 33.6 L

গ) 22.4 L

ঘ) 2.24 L


উত্তর : গ) 22.4 L

১৪। 4 মোল NH³ তৈরী করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন ? 

ক) 14 g

খ) 28 g

গ) 42 g 

ঘ) 56 g


উত্তর : ঘ) 56 g




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন