প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষন MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষন MCQ প্রশ্নোত্তর protirodh o bidroho boishisto o bishleshon

১। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় ? 

ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে 

খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে


উত্তর : গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


২। ১৮৭৮ এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় ? 

ক) দুটি স্তরে 

খ) তিনটি স্তরে 

গ) চারটি স্তরে 

ঘ) পাঁচটি স্তরে 


উত্তর : খ) তিনটি স্তরে


৩। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল ? 

ক) চুয়াড় বিদ্রোহ 

খ) কোল বিদ্রোহ

গ) সাঁওতাল বিদ্রোহ

ঘ) এর কোনোটিই নয় 


উত্তর : ক) চুয়াড় বিদ্রোহ


৪। চুয়াাড় বিদ্রোহের নেতা ছিলেন ? 

ক) দুর্জন সিংহ 

খ) সিন্ধু সিংহ 

গ) কানহু 

ঘ) বুদ্ধু ভগত


উত্তর : ক) দুর্জন সিংহ


৫। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় ? 

ক) মেদিনীপুরে 

খ) ছোটোনাগপুর অঞ্চলে 

গ) ঝাড়গ্রামে 

ঘ) রংপুর অঞ্চলে 


উত্তর : খ) ছোটোনাগপুর অঞ্চলে


৬। সাঁওতাল বিদ্রোহের শপথ গ্রহণ হয়েছিল ? 

ক) ১৮৩০ খ্রিস্টাব্দে ৩০ জুন 

খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে ৩০ জুন 

গ) ১৮৫০ খ্রিস্টাব্দে ৩০ জুন 

ঘ) ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ জুন 


উত্তর : ঘ) ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ জুন 


৭। বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল ? 

ক) সূর্য

খ) শিব 

গ) বিষ্ণু 

ঘ) গণেশ 


উত্তর : ক) সূর্য


৮। মুন্ডা কথার অর্থ ? 

ক) গ্রামপ্রধান 

খ) শাসন 

গ) শাসক 

ঘ) জমিদার 


উত্তর : ক) গ্রামপ্রধান


৯। ‘ওয়াহাবি’ শব্দের অর্থ হল ? 

ক) অতৃপ্ত জাগরণ 

খ) মহাজাগরণ 

গ) নবজাগরণ

ঘ) গণজাগরণ


উত্তর : গ) নবজাগরণ


১০। তিতুমিরের প্রকৃত নাম ? 

ক) মির আলি 

খ) মির নিসার আলি 

গ) মির মোহাম্মদ আলি

ঘ) মির হাসান আলি


উত্তর : খ) মির নিসার আলি


১১। বারাসাত বিদ্রোহে নেতৃত্বে দিয়েছিলেন ? 

ক) দুদু মিয়া

খ) দিগম্বর বিশ্বাস 

গ) তিতুমির 

ঘ) বিরসা মুন্ডা


উত্তর : গ) তিতুমির 


১২। বাঁশের কেল্লা তৈরী করেন ? 

ক) মইনউদ্দিন 

খ) জাফরউদ্দিন 

গ) নাসিরউদ্দিন

ঘ) তিতুমির 


উত্তর : ঘ) তিতুমির


১৩। তিতুমিরের সেনাপতি ছিলেন ? 

ক) করিম শাহ 

খ) গোলাম মাসুম 

গ) মজনু শাহ

ঘ) জোয়া ভগত 


উত্তর : খ) গোলাম মাসুম


১৪। নীল বিদ্রোহ হয়েছিল ? 

ক) ১৮৩৯ - ১৮৪০ খ্রিস্টাব্দে 

খ) ১৮৫০ - ১৮৫৫ খ্রিস্টাব্দে 

গ) ১৮৫৭ - ১৮৫৮ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৫৯ - ১৮৬০ খ্রিস্টাব্দে 


উত্তর : ঘ) ১৮৫৯ - ১৮৬০ খ্রিস্টাব্দে


১৫। বাংলা ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন ? 

ক) বিশ্বনাথ মাঝি 

খ) বিশ্বনাথ দাস 

গ) বিশ্বনাথ সর্দার

ঘ) বিশ্বনাথ বিশ্বাস 


উত্তর : গ) বিশ্বনাথ সর্দার


১৬। ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন ? 

ক) রামরতন মল্লিক 

খ) দিগম্বর বিশ্বাস

গ) বিষ্ণুচরণ বিশ্বাস 

ঘ) মেঘাই সর্দার 


উত্তর : ক) রামরতন মল্লিক


১৭। নীলকর সাহেবদের ব্যাবহৃত একটি চাবুক হল ? 

ক) রাধাশ্যাম 

খ) শ্যামানন্দ 

গ) শ্যামচাঁদ 

ঘ) চাঁদশ্যাম

উত্তর : গ) শ্যামচাঁদ


১৮। পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল ? 

ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে 

খ) ১৭৬৮ খ্রিস্টাব্দে

গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে

উত্তর : ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে


১৯। সুই মুন্ডা নেতৃত্বে দিয়েছিলেন ? 

ক) চুয়াড় বিদ্রোহে 

খ) কোল বিদ্রোহে

গ) সাঁওতাল বিদ্রোহে

ঘ) মুন্ডা বিদ্রোহে


উত্তর : খ) কোল বিদ্রোহে






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন