পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন MCQ প্রশ্নোত্তর porikhagar o rasayanik shilpe ojoibo rasayan


১। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে ? 

ক) হলুদ 

খ) সবুজ

গ) গাঢ় নীল 

ঘ) বাদামি 


উত্তর : গ) গাঢ় নীল

২। NH³ রাসায়নিকভাবে ? 

ক) জারক পদার্থ 

খ) বিজারক পদার্থ 

গ) কখনও জারক কখনও বিজারক পদার্থ 

ঘ) নিষ্ক্রিয় 


উত্তর : খ) বিজারক পদার্থ

৩। অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতির নাম ? 

ক) অসওয়াল্ড পদ্ধতি 

খ) সলভে পদ্ধতি

গ) বায়ার পদ্ধতি

ঘ) হেবার পদ্ধতি


উত্তর : ঘ) হেবার পদ্ধতি

৪। কোনটির জলীয় দ্রবণে NH³ গ্যাস চালনা করলে বা NH⁴OH যোগ করলে কোনো অধ:ক্ষেপণ পড়ে না ? 

ক) CuSO⁴

খ) AICI³

গ) FeCI³

ঘ) NH⁴NO³


উত্তর : ঘ) NH⁴NO³

৫। অতি বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস পেতে হলে অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় ? 

ক) জলের ওপর 

খ) অ্যালকোহলের ওপর 

গ) ইথারের ওপর 

ঘ) মার্কারির ওপর 


উত্তর : ঘ) মার্কারির ওপর 

৬। নেসলার বিকারক সামান্য পরিমাণ অ্যামোনিয়াকে সংস্পর্শে যে বর্ণ ধারণ করে , তা হল ? 

ক) নীল

খ) তামাটে বাদামি 

গ) কালো 

ঘ) সাদা


উত্তর : খ) তামাটে বাদামি

৭। ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতির প্রথম ধাপে উৎপন্ন হয় ? 

ক) অ্যামোনিয়াম কাবামেট

খ) অ্যামোনিয়াম কার্বনেট 

গ) অ্যামোনিয়াম সালফেট

ঘ) অ্যামোনিয়াম সালফাইট


উত্তর : ক) অ্যামোনিয়াম কাবামেট

৮। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অণুঘটকটি ব্যাবহৃত হয় , সেটি হল ? 

ক) MnO²

খ) প্ল্যাটিনাম চূর্ণ

গ) লোহার চূর্ণ

ঘ) কপার চূর্ণ


উত্তর : গ) লোহার চূর্ণ

৯। নীচের কোনটি অ্যামোনিয়ার ধর্ম নয় ? 

ক) বিজারণ 

খ) জলে অতিমাত্রায় দ্রাব্য

গ) বিরঞ্জন

ঘ) ঝাঁজালো গন্ধ 


উত্তর : গ) বিরঞ্জন

১০। কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যাবহৃত হয় ? 

ক) অ্যামোনিয়া

খ) হাইড্রোজেন সালফাইড

গ) সালফিউডরিক অ্যাসিড 

ঘ) ইউরিয়া 


উত্তর : ঘ) ইউরিয়া

১১। ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যাবহৃত হয় ? 

ক) অ্যামোনিয়া

খ) নাইট্রিক অ্যাসিড

গ) হাইড্রোজেন সালফাইড

ঘ) ইউরিয়া 


উত্তর : ঘ) ইউরিয়া

১২। কোন গ্যাসটির জলে দ্রাব্যতা সর্বোচ্চ ? 

ক) N²

খ) NH³

গ) H²S

ঘ) CO²


উত্তর : খ) NH³

১৩। বরফ কারখানায় শিতলীকরণের কাজে ব্যাবহৃত হয় ? 

ক) NH³

খ) CO²

গ) NH⁴OH

ঘ) CHCI³


উত্তর : ক) NH³

১৪। উত্তপ্ত CuO এর ওপর দিয়ে NH³ গ্যাস চালনা করলে , উৎপন্ন গ্যাসটি হল ? 

ক) H²

খ) O²

গ) H²S

ঘ) N²


উত্তর : ঘ) N²

১৫। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় N² ও H² গ্যাসকে যে আয়তন অনুপাতে মেশানো হয় , তা হল ? 

ক) 2:3

খ) 3:1

গ) 1:3

ঘ) 3:2


উত্তর : গ) 1:3

১৬। পরীক্ষাগারে H²S গ্যাস প্রস্তুতিতে HNO³ ব্যাবহার করা হলে উৎপন্ন H²S গ্যাস জারিত হয়ে উৎপন্ন হবে ? 

ক) SO²

খ) SO³

গ) H²SO⁴

ঘ) S


উত্তর : ঘ) S

১৭। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে লঘু HCI সাধারণ ব্যাবহৃত হয় না, কারণ ? 

ক) HCI জারক দ্রব্য

খ) HCI বিজারক দ্রব্য 

গ) HCI খুব ধীরে বিক্রিয়া করে

ঘ) HCI উদবায়ী


উত্তর : ঘ) HCI উদবায়ী

১৮। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H²S চালনা করলে দ্রবণের বর্ণ হয় ? 

ক) হলুদ 

খ) কমলা 

গ) বেগুনী

ঘ) লাল


উত্তর : গ) বেগুনী

১৯। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পাওয়া যায় তার বর্ণ হল ? 

ক) সাদা

খ) খয়েরি

গ) সবুজ

ঘ) কালো


উত্তর : ঘ) কালো

২০। জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় ? 

ক) NH² গ্যাস

খ) H²S গ্যাস

গ) N² গ্যাস

ঘ) HCI গ্যাস


উত্তর : গ) N² গ্যাস

২১। পরীক্ষাগারে উৎপন্ন N² গ্যাসে অশুদ্ধি হিসেবে থাকে না ? 

ক) CI²

খ) NH³

গ) জলীয় বাষ্প 

ঘ) H²S


উত্তর : ঘ) H²S

২২। কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরী করা হয় না ? 

ক) CO²

খ) H²

গ) O²

ঘ) H²S


উত্তর : গ) O²

২৩। নাইট্রোলিম ব্যাবহৃত হয় ? 

ক) সার হিসেবে 

খ) বিস্ফোরক হিসেবে 

গ) ওষুধ হিসেবে

ঘ) কোনোটিই নয়


উত্তর : ক) সার হিসেবে

২৪। পরীক্ষাগারে নীচের কোন গ্যাসটিকে ব্যাবহার করে ধাতব মূলক শনাক্ত করা যায় ? 

ক) CO²

খ) N²

গ) H²

ঘ) H²S


উত্তর : ঘ) H²S

২৫। নীচের কোনটিতে H²S গ্যাস দ্রাব্য ? 

ক) ঠান্ডা জল 

খ) গরম জল

গ) ক ও খ উভয়ই 

ঘ) কোনোটিই নয়


উত্তর : ক) ঠান্ডা জল





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন