১। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ?
ক) রাদারফোর্ড
খ) মাদাম কুরি
গ) পিয়ের কুরি
ঘ) বেফারেল
উত্তর : ঘ) বেফারেল
২। নীচের কোনটি তেজষ্ক্রিয় নয় ?
ক) ³²P
খ) ¹⁴C
গ) ⁴⁰K
ঘ) ²³Na
উত্তর : ঘ) ²³Na
৩। তেজষ্ক্রিয় রশ্মিগুলির গতিপথের সমকোণ শক্তিশালী স্থির তড়িৎক্ষেত্র প্রয়োগ করলে কোন রশ্মি ধনাত্মক তরিদাহিত পাতের দিকে বেঁকে যায় ?
ক) a
খ) B
গ) y
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ) B
৪। a কণার e / m এর মান আয়নিত হাইড্রোজেন পরমানুর এই অনুপাতের ?
ক) দ্বিগুণ
খ) চার গুণ
গ) অর্ধেক
ঘ) সমান
উত্তর : গ) অর্ধেক
৫। y রশ্মির ভেদন ক্ষমতা a রশ্মির ?
ক) সমান
খ) 10 গুণ
গ) 100 গুণ
ঘ) 10000 গুণ
উত্তর : ঘ) 10000 গুণ
৬। একটি B কণার ভর একটি ইলেকট্রনের ভরের ?
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) অর্ধেক
ঘ) সমান
উত্তর : ঘ) সমান
৭। ইউরানির রশ্মির অন্য নাম হল ?
ক) বেকারেল রশ্মি
খ) ক্যাথোড রশ্মি
গ) অ্যানোড রশ্মি
ঘ) রন্টজেন রশ্মি
উত্তর : ক) বেকারেল রশ্মি
৮। তেজষ্ক্রিয় পরমাণু থেকে B কণা নিঃসরনের ফলে উৎপন্ন পরমানুর ?
ক) ভর সংখ্যা বাড়ে
খ) পারমাণবিক সংখ্যা বাড়ে
গ) ভর সংখ্যা কমে
ঘ) পারমাণবিক সংখ্যা কমে
উত্তর : খ) পারমাণবিক সংখ্যা বাড়ে
৯। X পরমানুর নিউক্লিয়াস থেকে একটি a কণা ও পরপর নূন্যতম কটি B কণা নির্গত হলে নতুন মৌলটি X মৌলের আইসোটোপ হবে ?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর : খ) ২ টি
১০। নিউক্লীয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হল ?
ক) প্রোটন
খ) a কণা
গ) y রশ্মি
ঘ) নিউট্রন
উত্তর : ঘ) নিউট্রন
১১। 1945 সালের 6 আগস্ট পারমাণবিক বোমা ফেলা হয় ?
ক) নাগাসাকিতে
খ) হিরোসিমায়
গ) উক্রেনের চেরনোবিলে
ঘ) ফুকুশিমায়
উত্তর : খ) হিরোসিমায়
১২। অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার শৃঙ্খল বিক্রিয়া ঘটে ?
ক) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
খ) হাইড্রোজেন বোমায়
গ) থার্মাল পাওয়ার স্টেশনে
ঘ) পরমাণু বোমায়
উত্তর : ঘ) পরমাণু বোমায়
১৩। নিউক্লীয় রিঅ্যাকটরে মডারেটর হিসেবে ব্যাবহৃত হয় ?
ক) ক্যাডমিয়াম
খ) ইউরেনিয়াম 235
গ) লেড
ঘ) ভারি জল
উত্তর : ঘ) ভারি জল
১৪। সূর্যের শক্তির মূল উৎস হল ?
ক) নিউক্লীয় সংযোজন ও নিউক্লীয় বিভাজন
খ) নিউক্লীয় বিভাজন
গ) নিউক্লীয় সংযোজন
ঘ) কোনোটিই নয়
উত্তর : গ) নিউক্লীয় সংযোজন
১৫। নিউক্লীয় সংযোজন হয় ?
ক) ইউরেনিয়াম বোমাতে
খ) নক্ষত্রে
গ) পৃথিবীর কেন্দ্রে
ঘ) যে কোনো গ্রহে
উত্তর : খ) নক্ষত্রে