পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা MCQ প্রশ্নোত্তর porjay saroni abong moulder dhormer porjabrittota


১। পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলির শ্রেণীবিন্যাসের প্রথম চেষ্টা করেন বিজ্ঞানী ? 

ক) ডালটন

খ) অ্যাভোগাড্রো

গ) ডোবেরাইনার

ঘ) মেন্ডেলিভ


উত্তর : গ) ডোবেরাইনার

২। দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কত ? 

ক) 7

খ) 8

গ) 9

ঘ) 18


উত্তর : ঘ) 18

৩। প্রথম অতি দীর্ঘ পর্যায় ও দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়ে স্বীকৃত মৌলের সংখ্যা যথাক্রমে ? 

ক) 32,28

খ) 32,32

গ) 18,28

ঘ) 28,32


উত্তর : ক) 32,28

৪। লোথার মেয়ার মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে মৌলের কোন ধর্মের পর্যাবৃত্তির কথা বলেন ? 

ক) ভৌত ধর্মের 

খ) রাসায়নিক ধর্মের 

গ) ভৌত রাসায়নিক ধর্মের

ঘ) কোনোটিই সঠিক নয়


উত্তর : ক) ভৌত ধর্মের

৫। কাকে ‘পর্যায় সূত্রের জনক’ বলা হয় ? 

ক) ডোবেরাইনার

খ) নিউল্যান্ডস

গ) অ্যাভোগাড্রো

ঘ) মেন্ডেলিভ


উত্তর : ঘ) মেন্ডেলিভ

৬। 1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে মৌলের সংখ্যা ছিল ? 

ক) 63

খ) 73

গ) 53

ঘ) 83


উত্তর : ক) 63

৭। দীর্ঘ পর্যায় সারণিতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ? 

ক) শ্রেণী 1

খ) শ্রেণী 16

গ) শ্রেণী 17

ঘ) শ্রেণী 2


উত্তর : গ) শ্রেণী 17

৮। 1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে মৌলগুলির অস্তিত্ব ছিল না ? 

ক) সন্ধিগত মৌল

খ) ক্ষার ধাতু

গ) নিষ্ক্রিয় গ্যাস

ঘ) হ্যালোজেন মৌল


উত্তর : গ) নিষ্ক্রিয় গ্যাস

৯। মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে পর্যায়ের সংখ্যা ছিল ? 

ক) 9

খ) 7

গ) 8

ঘ) 6


উত্তর : খ) 7

১০। দীর্ঘ পর্যায় সারণিতে নোবল গ্যাস মৌলগুলি যে শ্রেণীতে আছে সেটি হল ? 

ক) 17

খ) 18

গ) 16

ঘ) 15


উত্তর : খ) 18

১১। দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির ? 

ক) পারমাণবিক ভরের ভিত্তিতে 

খ) ভরসংখ্যা ভিত্তিতে

গ) ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে 

ঘ) নিউট্রন সংখ্যার ভিত্তিতে 


উত্তর : গ) ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে 

১২। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ? 

ক) 1 নং

খ) 2 নং

গ) 3 নং 

ঘ) 4 নং


উত্তর : ক) 1 নং

১৩। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন ? 

ক) Na

খ) Li

গ) Br

ঘ) Cd


উত্তর : গ) Br

১৪। নিকটোজেন শ্রেনীর তৃতীয় মৌল কোনটি ? 

ক) P

খ) Sb

গ) As

ঘ) N


উত্তর : গ) As

১৫। পর্যায় সারণির 15নং শ্রেণীর মৌলগুলিকে বলে ? 

ক) চ্যালকোজেন

খ) নিকটোজেন

গ) হ্যালোজেন

ঘ) অ্যারোজেন


উত্তর : খ) নিকটোজেন

১৬। অষ্টক সূত্র প্রবর্তন করেন ? 

ক) ডোবেরাইনার

খ) মেন্ডেলিভ

গ) লোথার মেয়ার

ঘ) নিউ


উত্তর : ঘ) নিউল্যান্ডস

১৭। পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম এটি প্রমাণ করেন ? 

ক) মোজলে 

খ) লোথার মেয়ার

গ) মেন্ডেলিভ

ঘ) ডালটন


উত্তর : ক) মোজলে

১৮। প্রথম সন্ধিগত সারির শেষ মৌলটি হল ? 

ক) Cu

খ) Zn

গ) Fe

ঘ) Ni


উত্তর : খ) Zn

১৯। মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে অনুপস্থিত ছিল যে মৌলটি ? 

ক) Zn

খ) As

গ) Mn

ঘ) Ne


উত্তর : ঘ) Ne

২০। কোনটি ক্ষার ধাতু ? 

ক) K

খ) Mg

গ) F

ঘ) Ne


উত্তর : ক) K

২১। নীচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় ? 

ক) Fe

খ) Co

গ) Ca

ঘ) Cr


উত্তর : গ) Ca

২২। পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌলটি হল ? 

ক) বেরিয়াম

খ) থোরিয়াম

গ) রেডিয়াম

ঘ) ইউরেনিয়াম


উত্তর : ঘ) ইউরেনিয়াম

২৩। Bi হল একটি ? 

ক) ধাতু

খ) অধাতু

গ) ধাতুকল্প

ঘ) নিষ্ক্রিয় গ্যাস


উত্তর : গ) ধাতুকল্প

২৪। Ca হল ? 

ক) ক্ষার ধাতু

খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

গ) হ্যালোজেন

ঘ) নিষ্ক্রিয় মৌল


উত্তর : খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

২৫। কোনো নির্দিষ্ট পর্যায়ে কোন মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি ? 

ক) নোবল গ্যাস

খ) হ্যালোজেন মৌল

গ) ক্ষার ধাতু

ঘ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু


উত্তর : ক) নোবল গ্যাস




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন