ধাতুবিদ্যা MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers ধাতুবিদ্যা MCQ প্রশ্নোত্তর dhatubidya

১। ডুরালুমিন ধাতু সংকরে অনুপস্থিত ? 

ক) কপার

খ) ম্যাগনেশিয়াম 

গ) ম্যাঙ্গানিজ 

ঘ) নিকেল


উত্তর : ঘ) নিকেল

২। প্যাকিং ফয়েল তৈরিতে ব্যাবহার করা হয় ? 

ক) Cu

খ) Zn

গ) Sn

ঘ) Al


উত্তর : ঘ) Al

৩। তড়িৎকোশ ও নির্জল ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় ? 

ক) Al

খ) Sn

গ) Zn

ঘ) Cu


উত্তর : গ) Zn

৪। গিবসাইট কোন ধাতুর আকরিক ? 

ক) Al

খ) Cu

গ) Zn 

ঘ) Fe


উত্তর : ক) Al

৫। কোন খনিজটি আকরিক নয় ? 

ক) রেড হিমাটাইট

খ) জিংক ব্লেন্ড 

গ) বক্সাইট

ঘ) আয়রন পাইরাইটস


উত্তর : ঘ) আয়রন পাইরাইটস

৬। দুটি ধাতুসম্পন্ন আকরিক হল ? 

ক) কপার পাইরাইটস

খ) আয়রন পাইরাইটস

গ) জিংক ব্লেন্ড 

ঘ) বক্সাইট


উত্তর : ক) কপার পাইরাইটস

৭। ক্যালামাইন কোন ধাতুর আকরিক ?

ক) আয়রন

খ) কপার

গ) জিংক

ঘ) অ্যালুমিনিয়াম


উত্তর : গ) জিংক

৮। কোন ধাতু সংকরটিতে উপাদানরূপে নিকেল থাকে না ? 

ক) স্টেনলেস স্টিল 

খ) ম্যাঙ্গানিজ স্টিল 

গ) জার্মান সিলভার 

ঘ) ইনভার


উত্তর : খ) ম্যাঙ্গানিজ স্টিল

৯। প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ? 

ক) রেড হিমাটাইট 

খ) ম্যালাকাইট

গ) চ্যালকোপাইরাইটস

ঘ) বক্সাইট


উত্তর : ঘ) বক্সাইট

১০। জিংকের অক্সাইড আকরিকের নাম ? 

ক) ক্যালামাইন 

খ) জিংক ব্লেন্ড 

গ) জিংকাইট

ঘ) উইলিমাইট


উত্তর : গ) জিংকাইট

১১। প্রদত্ত কোনটি Cu এর আকরিক নয় ? 

ক) হিমাটাইট 

খ) চ্যালকোসাইট

গ) অ্যাজুরাইট

ঘ) ম্যালাকাইট


উত্তর : ক) হিমাটাইট

১২। কপারের আকরিক হল ? 

ক) বক্সাইট

খ) ক্রয়োলাইট

গ) কপার গ্লান্স

ঘ) ম্যাগনেটাইট


উত্তর : গ) কপার গ্লান্স

১৩। কোন ধাতু জোড়টি ব্রঞ্চ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান ? 

ক) লোহা , নিকেল 

খ) কপার , টিন 

গ) জিংক , কপার 

ঘ) লোহা , টিন


উত্তর : খ) কপার , টিন 

১৪। অ্যালুমিনিয়ামের আকরিক নয় ? 

ক) গিবসাইট

খ) ক্রয়োলাইট

গ) ম্যালাকাইট

ঘ) ফেলস্পার


উত্তর : গ) ম্যালাকাইট

১৫। কোনটির প্রস্তুতিতে জিংক ব্যাবহৃত হয় ? 

ক) বাসনপত্র 

খ) ঘড়ির স্প্রিং 

গ) যানবাহনের কাঠামো

ঘ) ছাপার ব্লক 


উত্তর : ঘ) ছাপার ব্লক

১৬। জার্মান সিলভারে কোনটি নেই ? 

ক) Ag

খ) Cu

গ) Zn

ঘ) Ni


উত্তর : ক) Ag

১৭। মিটার স্কেল প্রস্তুত করতে ব্যাবহার করা হয় ? 

ক) ইস্পাত

খ) কাঁসা 

গ) ইনভার

ঘ) ডুরালুমিন 


উত্তর : গ) ইনভার

১৮। কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে ? 

ক) স্টিলে

খ) রট আয়রনে

গ) কাস্ট আয়রনে

ঘ) ক্রোমস্টিলে


উত্তর : গ) কাস্ট আয়রনে

১৯। হিমাটাইট কোন ধাতুর আকরিক ? 

ক) তামা

খ) অ্যালুমিনিয়াম 

গ) লোহা

ঘ) জিংক


উত্তর : গ) লোহা

২০। ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি হল ? 

ক) Mn

খ) Al

গ) Mg

ঘ) C


উত্তর : খ) Al

২১। নীচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান ?

ক) কাঁসা

খ) পিতল

গ) ব্রোঞ্চ

ঘ) ডুরালুমিন 


উত্তর : খ) পিতল

২২। Zn নিষ্কাশনের সময় ZnO কে বিজারিত করা হয় ? 

ক) H² দ্বারা 

খ) কার্বন চূর্ণ দ্বারা

গ) H²S দ্বারা 

ঘ) তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে 


উত্তর : খ) কার্বন চূর্ণ দ্বারা

২৩। থার্মিট মিশ্রণে ভর হিসেবে Fe²O³ ও Al চূর্নের অনুপাত ? 

ক) 1:2

খ) 2:1

গ) 1:3

ঘ) 3:1


উত্তর : ঘ) 3:1

২৪। ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H² উৎপন্ন করলেও ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H² উৎপন্ন করে না ? 

ক) Ca

খ) K

গ) Al

ঘ) Na


উত্তর : গ) Al

২৫। সক্রিয়তা সারিতে Pb এর নীচে কিন্তু Hg এর ওপরে অবস্থিত ? 

ক) Sn

খ) Ag

গ) Cu

ঘ) Au


উত্তর : গ) Cu






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন