ওজোন স্তর না থাকলে কী কী হত ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর ওজোন স্তর না থাকলে কী কী হত ojon stor na thakle ki ki hoto


উত্তর : ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে । ওজোন স্তর না থাকলে অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ত , যার ফলে পৃথিবীর জীবজগতের অস্তিত্ব বিপন্ন হত । বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এর ফলস্বরূপ পৃথিবীর জীবজগৎ তথা সমগ্র পরিবেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে । 

(১) জীবকুলের ওপর প্রভাব : অতিবেগুনি রশ্মির প্রভাবে বীজের অঙ্কুরােদগম প্রক্রিয়া বিঘ্নিত হবে , উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে শস্যের উৎপাদন হ্রাস পাবে , জলাশয়ে ফাইটোপ্ল্যাংকটনের সালােকসংশ্লেষ ব্যাহত হবে , জলজ প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হবে । 

(২) রােগের প্রাদুর্ভাব : অতিবেগুনি রশ্মি বিনা বাধায় পৃথিবীতে এসে পড়লে তার প্রভাবে ত্বকের ক্যানসারসহ বিভিন্ন রােগ হবে , চোখে অসময়ে ছানি পড়বে । এ ছাড়া প্রাণীদের প্রজনন ক্ষমতা ও রােগ প্রতিরােধ ক্ষমতা কমে যাবে । 


(৩) পরিবেশের ওপর প্রভাব : সূর্যালােকের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে শােষিত না হলে , তা ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করবে । ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে ও সমুদ্রতীরবর্তী অঞ্চল প্লাবিত হবে । এ ছাড়াও জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটবে ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন