অবতল দর্পণের ব্যবহার লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর অবতল দর্পণের ব্যবহার লেখাে abotol dorponer babohar lekho


উত্তর : অবতল দর্পণের কয়েকটি ব্যবহার হল —(১) টর্চ, সার্চলাইট বা গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয় যা অবতল দর্পণ হিসেবে কাজ করে । এইসব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয় ফলে বাতি থেকে নির্গত আলােকরশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় । এইজন্য অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং গাড়ির চালকের খুব সুবিধা হয় । (২) দন্ত চিকিৎসকেরা দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করেন । এই দর্পণ দাঁতের বড়াে এবং সােজা প্রতিবিম্ব গঠন করে , ফলে দাঁতে কোনাে গর্ত বা ফাটল থাকলে তা স্পষ্টভাবে দেখা যায় । (৩) অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনাে বস্তু থাকলে তার বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়, এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানাের কাজে বা বিউটি পার্লারে অবতল দর্পণ ব্যবহৃত হয় । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন