উত্তর : (১) লােহা বা লৌহ -নির্মিত দ্রব্যের ওপর আলকাতরা , রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া রােধ করা যায় ।
(২) মরচে নিবারণের জন্য লৌহ -নির্মিত দ্রব্যের ওপর তড়িৎলেপন পদ্ধতিতে জিংক , নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় ।
(৩) লােহিততপ্ত লােহা বা লৌহ নির্মিত দ্রব্যের ওপর দিয়ে স্টিম চালনা করলে লােহার পৃষ্ঠতলে ফেরােসােফেরিক অক্সাইড (Fe³0⁴) -এর আস্তরণ সৃষ্টি হয় যা লােহাকে জল ও বায়ুর সংস্পর্শ থেকে রক্ষা করে ।
(৪) মাটির নীচে থাকা জল বা তেলবাহী লােহার পাইপের সঙ্গে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে পাইপে মরচে পড়া প্রতিরােধ করা হয় ।
(৫) লােহার সঙ্গে পরিমাণমতাে ক্রোমিয়াম , নিকেল , কার্বন মিশিয়ে লােহাকে ইস্পাত বা স্টিলে ( ধাতু সংকর ) পরিণত করে মরচে পড়া নিবারণ করা যায় ।